খেলা
ছয় ছক্কা নয়, তবু যেভাবে ১ ওভারে ৩৬ রান দিলেন ওমরজাই
স্পোর্টস ডেস্ক
(১১ মাস আগে) ১৮ জুন ২০২৪, মঙ্গলবার, ৩:৫৪ অপরাহ্ন

এক ওভারে ৩৬ রানের কথা শুনলেই মনে পড়ে যুবরাজ সিংয়ের কথা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডকে ৬ ছক্কা হাকিয়ে এক ওভারে ৩৬ নিয়েছিলেন তিনি। এবার ৬ ছক্কা না খেলেও ৩৬ রান হজম করলেন আফগানিস্তানের পেসার ওমরজাই। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান হজম করেন তিনি।
দেখে নেওয়া যাক কিভাবে এলো সেই ৩৬ রান-
প্রথম বল: ছক্কা। নিকোলাস পুরান মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মারার চেষ্টা করেছিলেন, ব্যাটের কানায় লেগে ছক্কা হয়েছে থার্ডম্যান দিয়ে।
দ্বিতীয় বল: নো বল এবং চার। এবার পুরান করলেন পুল।
দ্বিতীয় বল: বাউন্সার দেওয়ার চেষ্টা করেন ওমরজাই। পুরান ও উইকেটকিপার গুরবাজ—দুজনের মাথার ওপর দিয়ে বল বাউন্ডারিতে যায়। আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্তও জানিয়ে দেন।
অর্থাৎ, এক বলে ওমরজাই দেন ১৬ রান।
দ্বিতীয় বল: বৈধ ডেলিভারি। ওমরজাইয়ের ইয়র্কারে কোনো রান নিতে পারেননি পুরান।
তৃতীয় বল: ব্যাটে বলে হয়নি। তবে পুরানের প্যাডে লেগে বল চলে যায় বাউন্ডারিতে।
চতুর্থ বল: এবার চার। পুরান এবার চার মারেন ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে।
পঞ্চম বল: ওমরজাই বল দিলেন মিডল অ্যান্ড লেগ স্লটে। পুরান সামনের পা সরিয়ে বল পাঠালেন ডিপ মিড উইকেটে—ছক্কা।
ষষ্ঠ বল: ওমরজাইয়ের স্লোয়ারকে লং অফের দিয়ে ছক্কা মারেন পুরান।