অনলাইন
মানবজমিনের নামে ভুয়া ওয়েবসাইট, সতর্ক থাকুন
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১৮ জুন ২০২৪, মঙ্গলবার, ৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

https://mzamin.net নামে আমাদের কোনো ওয়েবসাইট নেই। কে বা কারা কুমতলবে এই ওয়েবসাইট খুলে আমাদের অগণিত পাঠকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। এই ওয়েবসাইটের কোনো কনটেন্টের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যেই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনেছি বিষয়টি।
পাঠকদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই ভুয়া (mzamin.net) ওয়েবসাইটকে মানবজমিনের ওয়েবসাইট ভেবে বিভ্রান্ত হবেন না। মানবজমিনের মূল ওয়েবসাইট একটিই, লিংক https://mzamin.com
পাঠকের মতামত
মানবজমিনের পাঠক বেশী হওয়ায় হিংসায় কেও এইগুলি করেছে। মাবজমিন কে সতর্ক থাকতে হবে।
অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা নিন।
সত্যের পথ চলা কেউ রুখতে পারেনা। সত্যের সাথে থাকার জন্য মানবজমিন পএিকাকে ধন্যবাদ।
Insha Allah we will be careful. Liars will be destroyed!
এই পোস্টটি পিনপোস্ট করে দেওয়া যেতে পারে যতদিন ডট নেট ডোমেনের সাইট বন্ধ না হয়।
এদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নিন।
এ জন্যই কয়েকদিন থেকে ওয়েবসাইটে ঢুকতে পারছিলাম না!
আপ্নাদের সাইটে এতো এড কেন? একটু কমান।
এখন বুঝলাম কেনো কয়েক দিন আগে মানবজমিনে ঢোকা যাচ্ছিল না। আবার কমেন্ট ও করা যাচ্ছিল না। সত্যের পিছনে ওরা সাময়িক ভাবে লেগে লাভ হবে না।
কয়েকদিন আগে মানবজীবনে ঢোকা যায়নি পরে ভিপিএন অন করে ঢুকছিলাম,,
সরিষায় ভূত কিনা তা দেখুন। আমরা সাবধান !
ওরা বুঝতে পেরেছে দেশের মানুষ কেবলমাত্র মানবজমিনের সংবাদের উপরেই আস্থা ও বিশ্বাস রাখে তাই এটার পিছনে লেগেছে। কিছু দিন আগে শুনলাম দেড় দুইশো একাউন্ট ফেসবুক বন্ধ করেছে ওরা কারা ছিল।
আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ, আপনারাও সতর্ক থাকুন।