ঢাকা, ২৬ জুন ২০২৪, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

বিএনপিতে বড় রদবদল

স্টাফ রিপোর্টার
১৬ জুন ২০২৪, রবিবারmzamin

বিএনপি’র কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদবদল করা হয়েছে। এ পরিবর্তনের পর তা নিয়ে চলছে সর্বত্র আলোচনা। বিশেষ করে আন্দোলনে, সংগ্রামে ব্যর্থতার জন্যই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ৩৯টি পদে রদবদল আনা হয়েছে। গতকাল সকালে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে রদবদলের তথ্য জানানো হয়।
উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন যারা-  এ রদবদলে যাদের চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে তারা হলেন- সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএইচএম মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট মজিবুর রহমান সরোয়ার, এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, লায়ন আসলাম চৌধুরী, রাজশাহী বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী পাহিন।

যুগ্ম মহাসচিব হলেন যারা- ঢাকা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদকে যুগ্ম মহাসচিব, ময়মনসিংহ বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে যুগ্ম মহাসচিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে যুগ্ম মহাসচিব পদে মনোনীত করা হয়েছে।

সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদেও রদবদল: ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেককে সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ জি কে গউছ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), ময়মনসিংহ বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমকে সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে প্রচার সম্পাদক, বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মোর্শেদ হাসান খানকে গণশিক্ষা সম্পাদক, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে গবেষণা বিষয়ক সম্পাদক, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) পদে মনোনীত করা হয়েছে।

এ ছাড়া বিএনপি’র নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ), আবু ওয়াহাব আকন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), মিফতাহ সিদ্দিকীকে সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), নাহিদ খানকে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, এসএম সাইফ আলীকে সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

কয়েকজনের দায়িত্ব কমিয়ে দেয়া হয়েছে, তারা হলেন- চট্টগ্রাম বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদারকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলমকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সহ-কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুককে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এসএম গালিবকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে।
এ ছাড়া নির্বাহী কমিটিতে সদস্য করা হয়েছে কয়সর এম আহমেদ, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু (সুইডেন) সদস্য, গাজী মনির (ডেনমার্ক) সদস্য, রাশেদ ইকবাল খান (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ছাত্রদল)।

বিজ্ঞাপন

পাঠকের মতামত

বিএনপির প্রতি সাধারণ জনগণের সমর্থন থাকলেও নেতৃত্বের কারণে কোনো আন্দোলন সফল হচ্ছে না। কারণ নেতাদের মধ্যে কিছু বামপন্থী, কিছু ডানপন্থী, কিছু RAWপন্থী, কিছু আওয়ামীপন্থী, কিছু মোনাফেক টাইপের নেতাদের কারণে কেউ কারোর কথা শুনছে না। ফলে জনগণের উপর দিন দিন চাপ বাড়তে চলেছে। মুক্তির কোনো লক্ষ্মণ দেখা যাচ্ছে না। এরা জনগণের কাঁধের উপর জগদ্দল পাথরের মতো বসে আছে। আল্লাহ তুমি আমাদের দেশের জনগোষ্ঠীর উপর রহমত বর্ষন করুন এবং হযরত ওমর (রাঃ) এট মতো একজন শাসক পয়দা করে দিন।

শওকত আলী
১৬ জুন ২০২৪, রবিবার, ১১:৫৮ অপরাহ্ন

এই রদবদল বিএন‌পির ক্ষে‌ত্রে শুভ লক্ষণ নয়।

ফজলুল হক শাহ
১৬ জুন ২০২৪, রবিবার, ১:২৪ অপরাহ্ন

শুকরান

MIZAN
১৬ জুন ২০২৪, রবিবার, ১২:৫২ পূর্বাহ্ন

ALHAMDULILLAH

MR-JAI.
১৬ জুন ২০২৪, রবিবার, ১২:৫১ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status