অনলাইন
জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাস
প্রতিক্রিয়ায় যা জানালো ইসরাইল
অনলাইন ডেস্ক
(৯ মাস আগে) ১১ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৩ অপরাহ্ন

‘গাজা নিয়ে কোনো অর্থহীন আলোচনা করা হবে না’ বলেছে ইসরাইল। ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়ার পর এমন প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। গত ৩১শে মে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এই প্রস্তাব দেন প্রেসিডেন্ট বাইডেন। গতকাল সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪টি। ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া। এরপর জাতিসংঘে ইসরাইলের প্রতিনিধি জানান, তার দেশ গাজা নিয়ে এমন কোনো অর্থহীন ও দীর্ঘমেয়াদি আলোচনায় জড়াবে না, যেটা হামাস নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি কীভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে।