ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

আশা ছাড়েননি বাবর

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪, মঙ্গলবারmzamin

বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলার আশা ছাড়েননি বাবর আজম। ‘এ’ গ্রুপে নিজেদের শেষ দুই ম্যাচে জিতে সুপার এইট পর্বে খেলতে চান পাকিস্তান অধিনায়ক। যদিও সমীকরণটা তাদের জন্য জটিল। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হার ছিল অপ্রত্যাশিত। বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বড় অঘটনগুলোর একটি। আর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারটি তাদের জন্য অবশ্যই চরম হতাশার। প্রতিপক্ষকে মাত্র ১১৯ রানে বেঁধে ফেলেও জয় আদায় করতে পারেনি বাবর আজমের দল।
১১ ওভার শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ৮৯। সেখান থেকে ৩০ রানেই তারা হারায় শেষ ৭ উইকেট। কিন্তু বোলারদের সেই পারফরম্যান্সকে যোগ্য প্রতিদান দিতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। ম্যাচ শেষে অধিনায়ক বাবর বলেন, “আমাদের ভাবনা ছিল, আমরা স্বাভাবিকই খেলবো। ব্যাটিংয়ে প্রথম ছয় ওভার কাজে লাগাবো। এসব পারলেই আমরা জিততাম। তবে এক উইকেট পড়ার পর প্রথম ছয় ওভারে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমাদের লক্ষ্য ছিল পাওয়ার প্লেতে ৪০ থেকে ৪৫ রান নেওয়া। কিন্তু আমরা তা পারিনি যথাযথভাবে এবং ১০ ওভারের পর আমরা একই ভুল করে গেছি।” পাওয়ার প্লেতে বাবরের উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ৩৫ রান। এরপর সপ্তম থেকে ষোড়শ, এই ১০ ওভারে তিন উইকেট হারিয়ে তারা করতে পারে কেবল ৫০ রান। এই সময়টায় ২৯ বল থেকে কোনো রানই করতে পারেনি তারা। বাবরের মতে, এখানেই জয়টা দূরে সরে গেছে তাদের কাছ থেকে। শেষ দিকে তা আর পুষিয়ে দিতে পারেননি তারা। বাবর বলেন, “১০ ওভারের পর আমরা ভালো বোলিং করেছি। ১২০ রানের লক্ষ্যকে আমাদের সাদরেই গ্রহণ করা উচিত ছিল। প্রথম ১০ ওভারে আমরা বলপ্রতি রান তুলেছি। কিন্তু এরপর দুর্ভাগ্যজনকভাবে পিঠেপিঠি উইকেট হারিয়েছি এবং এরপর অনেক বেশি ডট বল খেলেছি।”
তবে নিউ ইয়র্কের উইকেটকে কাঠগড়ায় তুলছেন না বাবর। তিনি বলেন, “পিচ খারাপ ছিল না। বল বেশ ভালোভাবে ব্যাটে এসেছে। একটু ধীরগতির ছিল, কিছু বল একটু বেশি লাফিয়েছে। তবে ড্রপ-ইন পিচে এটুকু হয়েই থাকে। একটি-দুটি বল এরকম হবেই।”
দুই ম্যাচ শেষে পাকিস্তানের খাতা শূন্য। গ্রুপ পর্ব উতরাতে শুধু নিজেরা বাকি দুই ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। তবে আশার ছাড়েননি বাবর। তিনি বলেন, “অবশ্যই শেষ দুটি ম্যাচ জিততে হবে আমাদের। আমরা বসে আলোচনা করব আমাদের ভুলগুলি নিয়ে। তবে পরের দুটি ম্যাচে তাকিয়ে আছি আমরা।”
পাকিস্তান পরের দুটি ম্যাচ খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। সুপার এইটে ওঠার পথে তাদের মূল প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র পরের দুটি ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status