কলকাতা কথকতা
বয়সের ব্যবধান মানতে নারাজ কলকাতার মেয়েরা, বেশি বয়সের পুরুষদের সঙ্গে সম্পর্কে আগ্রহী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১২ জুলাই ২০২২, মঙ্গলবার, ১০:১৭ পূর্বাহ্ন

কলকাতার তিপান্ন শতাংশ কমবয়সী মেয়ে অপেক্ষাকৃত বেশি বয়স্ক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী। গুড সামারিটান নামে একটি এনজিওর সেমিনারে একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষাটি চালানো হয়েছিল কুড়ি থেকে তিরিশ বছরের মেয়েদের মধ্যে। এদের মধ্যে গরিষ্ঠাংশ এই সম্পর্ককে বিয়ে অবধি টেনে নিয়ে যাওয়ার পক্ষপাতী নয়। আবার উনিশ শতাংশ বেশি বয়সের জীবনসঙ্গী চায়। তবে, একটি ব্যাপারে সবাই নিশ্চিত যে, তরুণদের থেকে বেশি বয়স্কদের গভীরতা বেশি। সম্পর্ককে নিছক একটা সম্পর্ক বলে মনে করে না বেশি বয়স্করা। তারা কেয়ারিং হয় অনেক বেশি। সম্পর্ককে মূল্য দেয়। তাই কম বয়স্করা ঝুঁকছে বেশি বয়স্ক পুরুষদের দিকে। সম্পর্কের একটি স্বাভাবিক দিক হল যৌনতা। যৌন সম্পর্কের ক্ষেত্রেও বেশি বয়স্করা বিশ্বস্থ বলে মনে করছেন তরুণীরা। অভিজ্ঞ হওয়ার ফলে এই সম্পর্ক নিবিড় হতে পারছে। তাই কম বয়স্ক নারীদের বেশি পছন্দ বয়সের ব্যবধানে থাকা পুরুষ। গুড সামারিটান এর সেমিনারে এমন অনেক পার্টনার এসেছিলেন যাঁদের বয়সের ব্যবধান পঁচিশ তিরিশ বছরেরও।