অনলাইন
উপজেলা নির্বাচন: ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন
অনলাইন ডেস্ক
(১০ মাস আগে) ২৮ মে ২০২৪, মঙ্গলবার, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩৮ অপরাহ্ন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ২৭ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
পাঠকের মতামত
আরব দেশে ভেড়া ছাগল পালে । এই গুলির পাহারা ও নিয়ন্ত্রণের জন্য কুকুর পালে। রাত শেয়ল থেকে রক্ষার জন্য। দিনে যখন বিচরণ করে তখন দলছুট ভেড়া ছাগল কে এরা নিয়ন্ত্রণ করে। দুঃখের বিষয় বাংলাদেশের নির্বাচনের সময় কিছু অবাধ্য মানুষের জন্য বিজিবি ডাকতে হয়। আমরা তো মানুষ। আমাদের জন্য কেন বিজিবি র দরকার হবে। আমরা কেন শান্তিপূর্ণ নির্বাচন কথতে অক্ষম হব ?