ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজারে মখলিছুর রহমান ডিগ্রি কলেজে বিশ্বায়ন-৩ এর প্রকাশনা উৎসব

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৮ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

কলেজের একযুগ পূর্তি উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁওয়ে আলহাজ মো. মখলিছুর রহমান ডিগ্রি কলেজ স্মরণিকা গ্রন্থ বিশ্বায়ন-৩ এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে কলেজ অডিটরিয়ামে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠান সম্পন্ন হয়। আলহাজ মো. মখলিছুর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিল্পপতি সাবেক বৃটিশ কাউন্সিলর আলহাজ এমএ রহিম শহীদ (সিআইপি) এর সভাপতিত্বে ও কলেজ শিক্ষক প্রভাষক মো. জাকির হোসেন ও প্রভাষক নিরুপম দাশের পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক পুলিশের কর্মকর্তা হুমায়ুন কবির (এনওয়াইপিডি), বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহবুবা আখতার। বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির আজীবন দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মো. আবুল কাহির জাকির, যুক্তরাজ্য প্রবাসী প্রযুক্তি প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামসুল মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজের প্রভাষক আসাদুজ্জামান রানা, পবিত্র গীতা থেকে পাঠ করেন আইসিটির প্রভাষক সুদীপ ভট্টাচার্য্য। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথিদের কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা কলেজের একযুগ পূর্তিতে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, মফস্বলের এই বিদ্যাপিঠটি প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেট বিভাগের মধ্যে বেশ সুনামের সঙ্গে ভালো ফলাফল করে এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এই বিদ্যাপিঠটির প্রতিষ্ঠাতা ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিদ্যাপিঠের শিক্ষার্থীরা যাতে আগামীতে দেশ ও জাতীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে পারেন সেজন্য যোগ্য ও দক্ষভাবে নিজেদেরকে গড়ার তাগিদ দেন। পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে কলেজ স্মরণিকা বিশ্বায়ন-৩ গ্রন্থের মোড়ক উম্মোচন করেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status