বাংলারজমিন
বীরগঞ্জে মৃত নীলগাই উদ্ধার
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
২৮ মে ২০২৪, মঙ্গলবার
দিনাজপুরের বীরগঞ্জে মৃত অবস্থায় বিলুপ্তপ্রায় একটি নীলগাই উদ্ধার করেছে বনবিভাগ। গত রোববার দুপুরে উপজেলার সাতোর ইউনিয়নের পালানোগাঁও বলদিয়া পুকুরপাড় হতে বিলুপ্ত প্রজাতির নীলগাইয়ের মৃতদেহটি উদ্ধার করে। নীলগাইটি বকনা এবং বয়স আনুমানিক দুই বছর বলে জানিয়েছে বনবিভাগ।
জাতীয় উদ্যান সিংড়া শালবনের বিট কর্মকর্তা নিরঞ্জন রায় জানান, বিলুপ্তপ্রায় নীলগাইটি উপজেলার সাতোর ইউনিয়নের পালানোগাঁও বলদিয়া পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী বনবিভাগে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে নীলগাইটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নীলগাইটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর আশ্রয়ের খোঁজে চলে আসে বীরগঞ্জ উপজেলায়। আসার পথে তীব্র দাবদাহে অসুস্থ হয়ে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রেরণ করা হয় এবং ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে রাখা হয়েছে। বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওসমান গনি জানান, বিলুপ্তপ্রায় নীলগাইটি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে বলে ময়নাতদন্তে জানা গেছে।