শেষের পাতা
উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটের হার ৩৭.৬৭ শতাংশ
স্টাফ রিপোর্টার
২৩ মে ২০২৪, বৃহস্পতিবারষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩৭ দশমিক ৬৭ শতাংশ ভোট পড়েছে। বুধবার মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে গড় ভোটের হার ৩৭ দশমিক ৬৭ শতাংশ। দ্রুতই এই তথ্য প্রকাশ করা হবে। প্রথম ধাপের নির্বাচনে ভোটের হার ছিল ৩৬ দশমিক ১ শতাংশ। অর্থাৎ দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি সামান্য বেড়েছে।
এর আগে গত মঙ্গলবার ১৫৬টি উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে নির্বাচন ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটার উপস্থিতির হার ৩০ শতাংশের ওপর হতে পারে। সঠিক এবং নির্ভুল তথ্য আগামীকাল পাবেন। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন খুব তৎপর ছিল। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য ছিল। এর মধ্যেও কোথাও কোথাও মিডিয়ার কিছু কর্মী আহত হওয়ার খবর আমরা শুনেছি। বিভিন্ন অনিয়মে যখন তারা সাহস করে ছবি তুলতে গিয়েছেন তখন হেনস্তার শিকার হতে হয়েছে।
এদিকে উপজেলা নির্বাচনের ইতিহাসে এবারই সবচেয়ে কম ভোট পড়েছে। সর্বশেষ ২০১৯ সালের পঞ্চম উপজেলা ভোটে গড়ে ৪১ শতাংশের বেশি ভোট পড়ে। ২০১৪ সালে চতুর্থ উপজেলা ভোটে ৬১ শতাংশ এবং তৃতীয় উপজেলা ভোটে ২০০৯ সালে ৬৭ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়ে।