বাংলারজমিন
নাঙ্গলকোটে সালিশ বৈঠকে হামলায় আহত ৪
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
২৩ মে ২০২৪, বৃহস্পতিবারকুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের পূর্ব পদুয়া গ্রামে সালিশ বৈঠকে মঙ্গলবার সকালে ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সালিশ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- ওই গ্রামের শরীফ (৩৫), মেহেদী হাসান (২০), নূরপুর গ্রামের হাবন (৬৫), মোর্শেদ (৪৫), মোজাম্মেল হোসেন (২৫), নাজমুল হোসেন (২৭), জুয়েল (৩৫), মোস্তফা (৩৫), কামরুল ইসলামের বিরুদ্ধে। আহতরা হলেন- পূর্ব-পদুয়া গ্রামের দেলোয়ার হোসেন, রিফাত হোসেন, মনোয়ার হোসেন ও রুজিনা বেগম। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত রিফাতের বাবা আব্দুর রহিম বাদী হয়ে মঙ্গলবার বিকালে হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব-পদুয়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে শরীফের সঙ্গে শনিবার রাতে পুকুর পাড়ে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এর জেরে শরীফ ও মেহেদী মিলে রিফাতকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এ সময় রিফাতের চিৎকারে তার চাচা দেলোয়ার হোসেন তাকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে। বিষয়টি সমাধান করতে মঙ্গলবার সকালে স্থানীয়রা পদুয়া আশরাফুল উলূম মাদ্রাসার মাঠে সালিশি বৈঠক বসে। এতে শরীফ ও মেহেদীর নেতৃত্বে হামলাকারীরা আবার দেলোয়ার হোসেন, রিফাত হোসেন, মনোয়ার হোসেন ও রুজিনা বেগমের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ব্যাপারে অভিযুক্ত শরীফ বলেন, রিফাত আমার মেশিন ঘরের টিন কেটে কয়েকজন মিলে গাঁজা সেবন করে। এ সময় আমি তাদেরকে বাধা দিলে তারা আমার ওপর হামলা করে। এ ঘটনায় মঙ্গলবার সালিশ বৈঠকে রিফাত সমাজপতিদের সঙ্গে খারাপ আচরণ করার জেরে উভয়পক্ষের হাতাহাতি হয়েছে। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান আছে।