খেলা
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের সৈকত
স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৪, বৃহস্পতিবারগত ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করে ইতিহাস গড়েন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপর গত মাসে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে জায়গা পান আইসিসি’র এলিট প্যানেলে। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও আম্পায়ারিংয়ের সুযোগ পেলেন সৈকত। তিনিই হবেন প্রথম বাংলাদেশি, যিনি ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন। গতকাল আইসিসি তাদের ওয়েবসাইটে এটি নিশ্চিত করে। আগামী ১লা জুন (বাংলাদেশ সময় ২রা জুন সকাল) যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী কানাডা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে ৪৭ বছর বয়সী শরফুদ্দৌলা মাঠে আম্পায়ারিং করবেন। তার সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ৫ ম্যাচে আম্পায়ারিং করেন সৈকত। এর আগে মেয়েদের দুটি ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই আম্পায়ারিং করেন তিনি। আইসিসি জানিয়েছে, উদ্বোধনী ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি রিচি রিচার্ডসন, টিভি (তৃতীয়) আম্পায়ার থাকবেন স্যাম নোগাইস্কি এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরেকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন যারা-
আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, স্যাম নোগাইস্কি, রিচার্ড ইলিংওয়ার্থ, ল্যাংটন রুসেরে, মাইকেল গফ, ক্রিস গ্যাফানি, আদ্রিয়ান হোল্ডস্টক, আল্লাহুদ্দিন পালেকার, রিচার্ড কেটেলবরো, জয়ারামান মদনগোপাল, নিতিন মেনন, আহসান রাজা, রশিদ রিয়াজ, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন, পল রাইফেল ও আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।