শেষের পাতা
সরজমিন রাজনগর
কেন্দ্রের বাইরে ভিড়, ভেতরে ভোটার শূন্য
ইমাদ উদ-দীন, মৌলভীবাজার থেকে
২২ মে ২০২৪, বুধবারঅধিকাংশ কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থক, কর্মী ও উৎসুক জনতার ভিড়। আর কেন্দ্রের ভেতরে একদমই ফাঁকা। বরাবরের মতো এই ভোটে কেবল ব্যতিক্রম চা বাগানের ভোটার। চা বাগান অধ্যুষিত এলাকায় ভোটকেন্দ্রে অন্যান্য ভোটের চেয়ে এই ভোটে ভোটার উপস্থিতি খুবই কম। চা-বাগানের ক্ষেত্রে এমন অপূর্ব বিষয়টিও ছিল লক্ষণীয়। কদমহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মাসুদ রান জানান- ওই কেন্দ্রে মোট ভোটার ১৮১১ জন। সকাল সোয়া ৮টার দিকে ভোট পড়ে ৬-৭টা। রাজনগর ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজাদুর রহমান জানান- ওই কেন্দ্রে মোট ভোটার ২৫৮০ জন। সকাল সাড়ে ৯টার দিকে ওই কেন্দ্রে ভোট পড়ে ৩০-৩৫টা। টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার কাজী নাদিমুল হক জানান, ওই কেন্দ্রের মোট ভোটার ২৯৬৮ জন। সকাল ১১টার দিকে ভোট পড়ে ৬০-৭০টি। শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতিকুর রহমান জানান- ওই কেন্দ্রে মোট ভোটার ২৯৪৯জন। সকাল সাড়ে ১১টার দিকে ভোট পড়ে ২৩৪টি। কামরচাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাঈম সারোয়ার মহসীন জানান, ওই কেন্দ্রে মোট ভোটার ৪১৫৯ জন। দুপুর ১২টার দিকে ভোট পড়ে প্রায় ৭৫০টি। মাথিউরা চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জিল্লুর রহমান জানান, ওই কেন্দ্রে মোট ভোটার ২১৬৮ জন। দুপুর সাড়ে ১২ টার দিকে ভোট পড়ে প্রায় ৩৫০টি। রাজনগর চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রঞ্জিত কুমার দাস জানান- ওই কেন্দ্রে মোট ভোটার ৪৫৬০ জন। ১২ টি বুথে দুপুর ১২টা ৪০মিনিটের দিকে ভোট পড়ে প্রায় ৮১২টি। দক্ষিণ গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আব্দুল হান্নান জানান, ওই কেন্দ্রে মোট ভোটার ৩৯৪৯ জন। দুপুর ২টায় ভোট পড়ে ১৭৪৭টি। কাউয়াদিঘি হাওর বেষ্টিত রাজনগর উপজেলা নির্বাচনে ভোটের শুরু থেকে ভোটকেন্দ্রগুলোতে ঘুরে এমন দৃশ্যই চোখে পড়ে। নির্বাচনের দিনক্ষণ শুরু থেকে এমনটি জানিয়েছিলেন ভোটাররা। ভোটের প্রচার-প্রচারণার শুরু থেকেই ভোটারদের মাঝে যেমন আমেজহীনতার দৃশ্য ছিল লক্ষণীয়। তেমনি ভোটের দিনও মিলে এমন বাস্তবতা। জেলায় ৭টি উপজেলার মধ্যে ৮ই মে ১ম ধাপে ভোট সম্পন্ন হয় ৩ উপজেলাতে। কুলাউড়া, জুড়ী ও বড়লেখা। ২য় ধাপে জেলার রাজনগর ও মৌলভীবাজার সদরে ভোট হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় মৌলভীবাজার সদরে ভোট হচ্ছে না। তাই জেলায় ২য় ধাপে কেবল ভোট হচ্ছে রাজনগর উপজেলায়। হাওর নদী আর প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের ৩টি উপজেলায় উপজেলায় ভোটের দিনে ব্যতিক্রম দৃশ্য ছিল কেবল চা- বাগানে। চা-বাগান এলাকার ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকে নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি ছিল তুলানামূলক উল্লেখযোগ্য। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। যেমনটি দেখা যায়নি রাজনগরের ৮টি চা-বাগানে। দুপুর ২টা পর্যন্ত অন্যান্য নির্বাচনের চাইতে খুবই কম ভোটার উপস্থিতি চোখে পড়ে চা বাগান এলাকায়। কাউয়াদিঘি হাওর পাড়ের ভোটকেন্দ্র ও সমতলের ভোটকেন্দ্রগুলোতেও নেই ভোটারের লম্বা লাইন। ভোটের দিন চা শ্রমিকদের ছুটি দেয়া হলেও অন্যান্য নির্বাচনের মতো ভোট দিতে তেমন আগ্রহী হতে দেখা যায়নি ভোটারদের। চা-বাগানের ভোটকেন্দ্রগুলোতে ঘুরে কোথাও নারী-পুরুষ ভোটারদের সারিবদ্ধ লম্বা লাইনের দেখা মিলে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। সকালের সবক’টি কেন্দ্রে ভোটারের উপস্থিতি একেবারেই কম থাকলেও দুপুরের দিকে কিছুটা বাড়ে। রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনগরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান (কাপ- পিরিচ প্রতীক), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল (আনারস প্রতীক), সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু (মোটরসাইকেল প্রতীক)। ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন- মো. আব্দুল কাদির ফৌজি (টিউবওয়েল প্রতীক), মহিম দে মধু (উড়োজাহাজ প্রতীক), মো. আব্দুল হাকিম (চশমা প্রতীক), সঞ্জয় দেবনাথ (বই প্রতীক) এবং জবলু তালুকদার (তালা প্রতীক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম (পদ্মফুল), লুৎফুল নাহার (বৈদ্যুতিক পাখা) ও সুমাইয়া সুমি (ফুটবল প্রতীক)। উপজেলা নির্বাচন অফিস উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি কেন্দ্রের মোট ৪৭০টি ভোটকক্ষে ১ লাখ ৮৭ হাজার ৫শ’ ৫৫ জন ভোটার ভোট দেয়ার কথা রয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন ও নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন রয়েছেন বলে জানিয়েছে।