কলকাতা কথকতা
জ্যোতি বসু ১০৯, সৌরভ ৫০ - আজ কলকাতা দুজনেরই জন্মদিন পালন করছে
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) ৮ জুলাই ২০২২, শুক্রবার, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৭ অপরাহ্ন

ফাইল ছবি
একজনের কায়িক অস্তিত্ব আর নেই, অন্যজন লন্ডনে আছেন। তবু কলকাতা মহাসমারোহে পালন করছে জ্যোতি বসু ও সৌরভ গঙ্গোপাধ্যায় এর জন্মদিন। জ্যোতি বসু বেঁচে থাকলে একশো ন বছর বয়স হত তাঁর। সৌরভ পঞ্চাশে পা দিলেন। ভারতীয় ক্রিকেট দলের খেলা দেখতে তিনি এখন ইংল্যান্ডে। দুজনের জন্মদিনের উৎসব পালনে অবশ্য ত্রুটি নেই। আজ জ্যোতি বসুকে স্মরণ করা হচ্ছে তাঁর নামাঙ্কিত স্টাডি সেন্টার এর উদ্বোধনের মাধ্যমে। জ্যোতি বসু স্মারক বক্তৃতা দেবেন সি পি আই এম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এছাড়াও শহর জুড়ে নানা অনুষ্ঠানে প্রয়াত জননায়ককে শ্রদ্ধা জানানো হবে। সৌরভ এর জন্মদিন উপলক্ষে ছ পাউন্ড এর কেক কাটা হবে ইডেন উদ্যানে। বসানো হয়েছে দুটি জায়ান্ট স্ক্রিন। এই স্ক্রিনে দেখানো হবে সৌরভ এর পঞ্চাশ বছরের জীবন নিয়ে একটি তথ্যচিত্র। স্বয়ং সৌরভ লন্ডন এ বসে দেখবেন এই তথ্যচিত্র। এছাড়াও ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে পঞ্চাশটি শিশুকে এদিন ফুল মিষ্টি দিয়ে সম্ভর্ধনা জানাবে ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল।