অনলাইন
ডনাল্ড লু'র ঢাকা সফরের কারণ জানালো স্টেট ডিপার্টমেন্ট
তারিক চয়ন
(১১ মাস আগে) ১০ মে ২০২৪, শুক্রবার, ২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৭ অপরাহ্ন

চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে খবরটি গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে। তবে, এর আগে বেশ কয়েকবার ঢাকা সফর করে যাওয়া লু ঠিক কি কারণে ফের বাংলাদেশে আসছেন তা নিয়ে জল্পনা ছিল।
অবশেষে বিষয়টি খোলাসা করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছেঃ ডনাল্ড লু ১০-১৫ মে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবেন। তার সফর প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে এবং মুক্ত-উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা প্রদর্শন করবে।
ভারত ও শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ায় ছয় দিনের লম্বা সফরের শেষ সময়টা তিনি বাংলাদেশে কাটাবেন উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট এর বিবৃতিতে বলা হয়ঃ এসিস্ট্যান্ট সেক্রেটারি লু ঢাকা হয়ে তার সফর শেষ করবেন। সেখানে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ অন্যান্য বাংলাদেশিদের সাথে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীরকরণ সহ মার্কিন-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
পাঠকের মতামত
They come for remove their problem. Not solve our problem. Don't forget it.
কোনো লাভ নাই।আসা যাওয়াই সার।
মনে হচ্ছে ডোনাল্ড লু আসছ রি-ইলেকশনের ব্যাপারে কঠোর কিছু বলতে।
ডাবল স্ট্যান্ডার্ড বাইডেন এবং আমেরিকার আরেক জোকার আসছে ব্যাবসা আর জলবায়ুর ব্যাপারে আলাপ আলোচনা করতে!
গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বৈশ্বিক শান্তি, প্রগতি ও স্থিতিশীলতা বিনির্মান নয়, সাউথ এসিয়ান বিগ ব্রাদার বোনাসের বিনিময়ে পাওয়া দায়িত্ব পালন তথা চৈনিক অর্থনীতি ঠেকাতে কি রকম পারফরমেন্স করছে তা জানতে ডোনাল্ড লুরা এই অঞ্চলে আসেন। তবে এই রকম দিবা স্বপ্ন ভুলে যান মি. ডোনাল্ড লু।
শ্রীলংকার ইন্ডিয়া বর্জন আন্দোলন এর প্রতিকার ও বাংলাদেশে এর চলমান আন্দোলন প্রতিহত করতে কিনা এটা দেখার বিষয়
প্রকাশ্যে গণতন্ত্রের জন্য চাপ দিয়ে তলে তলে যা নেওয়ার নিয়েছে এখন গণতন্ত্র মানবাধিকার ন্যায়বিচার ভূমধ্যসাগরে ডুবিয়ে জলবায়ু মোকাবিলা অর্থনৈতিক গভীর করণে মনোযোগ গণতন্ত্রের ফেরিওয়ালা মার্কিন যুক্তরাষ্ট্রের ভি
ভিশানীতি নিয়ে আলোচনা হোক।
তিনি জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীরকরণ সহ মার্কিন-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
অভিনন্দন, mr.donal lu