ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

২৫ জন সুন্দরীকে নিয়ে গঠিত কিম জং উনের 'প্লেজার স্কোয়াড'

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ৪ মে ২০২৪, শনিবার, ১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৩ অপরাহ্ন

mzamin

উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা তরুণী ইওনমি পার্ক দেশটির নেতা কিম জং উন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।মিররের একটি প্রতিবেদন অনুসারে, পার্ক দাবি করেছেন কিম জং-উন তার ‘প্লেজার স্কোয়াড’ এর জন্য প্রতি বছর ২৫ জন কুমারী মেয়েকে বেছে নেন।

উল্লেখযোগ্যভাবে, ওই নারীদের তাদের চেহারা এবং রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে বাছাই করা হয়। তিনি আরও প্রকাশ করেছেন যে, তাকে কিমের ‘প্লেজার স্কোয়াড’ এর জন্য দুবার বাছাই করা হয়েছিল, কিন্তু তার পারিবারিক অবস্থার কারণে তাকে নির্বাচিত করা হয়নি।

পার্ক  জানাচ্ছেন, ‘তারা প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে এবং এমনকি তারা স্কুলেও যায় যাতে কোনো সুন্দরী মিস না হয়ে যায়। একবার সুন্দরী মেয়েদের খোঁজ পেলে তারা প্রথমেই তাদের পারিবারিক অবস্থা এবং তাদের রাজনৈতিক অবস্থা পরীক্ষা করে। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা বা দক্ষিণ কোরিয়া বা অন্যান্য দেশে আত্মীয়-স্বজন আছে এমন কোনো মেয়েকে তারা তালিকা থেকে সরিয়ে দেয়।’

তিনি দাবি করেন, মেয়েরা একবার নির্বাচিত হলে তারা কুমারী কিনা তা নিশ্চিত করার জন্য তাদের ডাক্তারি পরীক্ষা করানো হয়। কঠোর পরীক্ষার পর উত্তর কোরিয়া জুড়ে শুধুমাত্র কিছু মেয়েকে পিয়ংইয়ং পাঠানো হয় যেখানে তাদের একমাত্র উদ্দেশ্য স্বৈরশাসকের ইচ্ছা পূরণ করা। এই দলটিকে তিনটি স্বতন্ত্র ভাগে বিভক্ত করা হয়, একটি দলের কাজ ম্যাসেজ এবং অন্যটি গান ও নাচের প্রশিক্ষণপ্রাপ্ত। তৃতীয় গোষ্ঠীর কাজ স্বৈরশাসক এবং অন্যান্য পুরুষদের যৌন ইচ্ছা পূরণ করা। স্বৈরশাসকের সেবা করার জন্য সবচেয়ে আকর্ষণীয় মেয়েদের নির্বাচন করা হলেও অন্যদের নিম্ন-পদস্থ জেনারেল এবং রাজনীতিবিদদের সন্তুষ্ট করার জন্য নিয়োগ করা হয়। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, একবার স্কোয়াডের সদস্যরা ২০ বছরের মাঝামাঝি পৌঁছে গেলে তাদের প্রয়োজন শেষ হয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ প্রায়শই নেতার দেহরক্ষীদের বিয়ে করে নেয়।

পার্ক ব্যাখ্যা করেছেন যে, এই ‘প্লেজার স্কোয়াড’ এর উৎপত্তি ১৯৭০-এর দশকের কিম জং-উনের বাবা, কিম জং-টু -এর যুগ থেকে। যিনি বিশ্বাস করতেন যে, ‘যৌন ঘনিষ্ঠতা তাকে অমরত্ব দেবে।’ তবে, তিনি ২০১১ সালে ৭০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান।

সূত্র : এনডিটিভি

বিজ্ঞাপন

পাঠকের মতামত

দয়া করে অন্য বিষয়ে নাক না গলিয়ে আমাদের দেশের খোঁজ খবর দিন। আমাদের ক্ষমতাসীন নেতাদের কয়টি প্লেজার স্কোয়াড আছে সেই খোজ করুন।

মেজবা
৫ মে ২০২৪, রবিবার, ১:১৪ অপরাহ্ন

এসব সংবাদ প্রকাশ করা একেবারেই অনর্থক। এসব জেনে আমাদের কোন ফায়দা নেই।

ছালেহ আহমদ
৫ মে ২০২৪, রবিবার, ৭:০৩ পূর্বাহ্ন

Fake News.

Md. Nurul Hossain
৫ মে ২০২৪, রবিবার, ৪:২১ পূর্বাহ্ন

মিথ্যা খবর ছড়াতে এবং গুজব সন্ত্রাস ছড়াতে পশ্চিমা গণমাধ্যম ও পাশের দেশ ইন্ডিয়ার জুড়ি মেলা ভার।

মাহাবুব হাসান
৪ মে ২০২৪, শনিবার, ১০:৫৯ অপরাহ্ন

এইসব প্রোপাগান্ডা মূলক পশ্চিমা খবর।

Lisa
৪ মে ২০২৪, শনিবার, ৮:৫৬ অপরাহ্ন

এসব পশ্চিমা প্রপাগাণ্ডা। বিরুদ্ধ মতের নেতাদের বিরুদ্ধে পশ্চিমা মিডিয়া সব সময়ই এমন নোংরা মিথ্যা ছড়ায়। লিবিয়ার গাদ্দাফী, ইরাকের সাদ্দাম হোসেনের নামেও এমন গল্প তারা খুব রসিয়ে প্রচার করেছিল এক সময়

Arif Hasan
৪ মে ২০২৪, শনিবার, ৪:১২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status