ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

মোদিকে কংগ্রেস সভাপতি

কেন আপনি শুধু মুসলিম বিদ্বেষী কথা বলেন

মানবজমিন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৪:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২১ অপরাহ্ন

mzamin

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘শুধু মুসলিম ইস্যুতে’ কথা বলেন বলে তার সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সম্প্রতি ভারতে নির্বাচনী প্রচারণায় মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়েছেন মোদি। পাশাপাশি বলেছেন, তাদের সন্তানও বেশি হয়। এর বাইরে মোদি বলেছিলেন, কংগ্রেস যদি ভারতে ক্ষমতায় আসে তাহলে জনগণের সব সম্পদ মুসলিমদের মাঝে বিলিয়ে দেবে। তার এমন বক্তব্যকে মুসলিমবিদ্বেষ বলে এর কড়া সমালোচনা করলেন মল্লিকার্জুন। ছত্তিশগড়ে মঙ্গলবার তিনি বক্তব্য রাখেন। সেখানে মল্লিকার্জুন আরও বলেন, অর্থনৈতিক কারণে গরিব মানুষের অধিক সন্তান হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। মঙ্গলবার ছত্তিশগড়ের জাঙ্গির-চম্বা জেলায় এক নির্বাচনী র‌্যালিতে বক্তব্য রাখেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, নির্বাচনে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া ব্লক’ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে বলে হতাশ হয়ে পড়েছেন মোদি।

বিজ্ঞাপন
তাই তিনি এখন ‘মঙ্গলসূত্র এবং মুসলিম’ ইস্যুতে কথা বলছেন। ওই নির্বাচনী আসনে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী শিবকুমার দাহারিয়া। তার সমর্থনে প্রচারণায় মল্লিকার্জুন আরও বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি কমপক্ষে ৪০০ আসনে বিজয়ী হতে চাইছে। কিন্তু সেটা গরীবদের কল্যাণের জন্য নয়, তাদের অধিকার কেড়ে নেয়ার জন্য। তিনি আরও বলেন, আমরা সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছি। এ জন্য মোদি এখন মঙ্গলসূত্র এবং মুসলিম ইস্যুতে কথা বলছেন। তিনি বলছেন, আমরা আপনাদের সম্পদ চুরি করবো এবং যাদের বেশি সন্তান আছে তাদেরকে দিয়ে দেবো। কিন্তু গরিব মানুষের সব সময়ই বেশি সন্তান থাকে। শুধু কি মুসলিমদের বেশি সন্তান থাকে? প্রশ্ন রাখেন মল্লিকার্জুন খাড়গে। 

কংগ্রেস সভাপতি আরও বলেন, তার নিজেরই ৫টি সন্তান আছে। অন্যদিকে তার পিতামাতার একমাত্র ছেলে। তাদের বাড়িতে যখন আগুন ধরে যায় তখন তার মা, বোন ও এক আঙ্কেল মারা যান। এতে তার পিতা এবং শুধু তিনি বেঁচে যান। মল্লিকার্জুন আরও বলেন, আমার পিতা আমাকে বলেছেন, আমিই তার একমাত্র ছেলে। তিনি আমার সন্তানদের দেখে যেতে চান। তিনি বলেন, যেহেতু গরিবদের কোনো সম্পদ নেই, তাই তারা অধিক সন্তান নেন। মোদির কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, কেন আপনি শুধু মুসলিমদের নিয়ে কথা বলেন? মুসলিমরাও তো এদেশের নাগরিক। সবাইকে একসঙ্গে নিয়ে আমরা এই দেশটাকে গড়ে তুলতে চাই। বিজেপির মতো দেশটাকে ভাঙতে চাই না। 

উল্লেখ্য, রাজস্থানে এক নির্বাচনী র‌্যালিতে মোদি বলেছেন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে জনগণের সম্পদ ওইসব মানুষদের মধ্যে বণ্টন করে দেবে- যাদের বেশি সন্তান আছে এবং যারা অনুপ্রবেশকারী। তিনি আরও দাবি করেন, নারীদের মঙ্গলসূত্র সহ জনগণের সব সম্পদ জব্দ করার পরিকল্পনা করছে কংগ্রেস। নরেন্দ্র মোদির এমন বক্তব্যের জবাবে মল্লিকার্জুন খাড়গে বলেন, আমরা ৫৫ বছর ধরে ভারত শাসন করেছি। এ সময়ে আমরা কি কারোই মঙ্গলসূত্র কেড়ে নিয়েছে অথবা এনফোর্সড ডিরেক্টরেটের অপব্যবহার করেছি, আইটি ব্যবহার করে মানুষকে জেলে ভরেছি? কংগ্রেস সভাপতি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status