বিশ্বজমিন
প্রথমবারের মতো নেতানিয়াহুর সমালোচনায় সরব হলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী
মানবজমিন ডেস্ক
(৪ মাস আগে) ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৭ অপরাহ্ন
গাজা-যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য খোলাখুলি সমালোচনা করলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গাজায় বেসামরিক ও সামরিক শাসনের স্পষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ না করায় যুদ্ধকালীন মন্ত্রীসভার এক বৈঠকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন তিনি। গত বছরের অক্টোবর থেকে মন্ত্রীসভার বৈঠকে ধারাবাহিকভাবে গাজা ইস্যুতে স্পষ্ট পরিকল্পনা উত্থাপনের বিষয়টি উল্লেখ করলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন গ্যালান্ট। তবে এই সমালোচনা ভালোভাবে নেয়নি নেতানিয়াহু। তিনি প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনার জবাবে বলেছেন, তিনি গাজায় হামাসের নিয়ন্ত্রণ পরিবর্তন করতে প্রস্তুত নন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করেছেন যে এই সিদ্ধান্তহীনতা গাজায় দুটি বিকল্প পথের দ্বার উন্মোচন করবে, সেখানে হয় হামাস শাসন করবে নয়ত গাজায় ইসরাইলি সামরিক শাসন জারি হবে। এতে হামাস শক্তিশালী হবে বলে মনে করেন গ্যালান্ট। এছাড়া নেতানিয়াহুর অস্পষ্ট নীতির কারণেই জিম্মি মুক্তি ইস্যুতে ইসরাইল ব্যর্থ হচ্ছে বলেও দাবি তার।
প্রতিরক্ষামন্ত্রীর সাথে তাল মিলিয়ে মন্ত্রীসভার আরেক সদস্য বেনি গ্যান্টজও নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন, যে কোনো মূল্যে দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া নেতৃত্বের দায়িত্ব।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার বেশির ভাগ নারী এবং শিশু। এছাড়া ইসরাইলের হামলায় আহতের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়েছে। যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ইসরাইলের পতন হবেই ইনশাল্লাহ। ইসরাইলের ধ্বংস অনিবায্য এবং সময়ের ব্যাপার। ফিলিস্তিন স্বাধীন হবে, ফিলিস্থিনি জনগনের বিজয় হবে, সেই বিজয় উল্লাহ সারা বিশ্ব দেখবে।
যতই লাশ ফেলা হোক না কেন একদিন না একদিন পিছুটান দিয়ে গাজা ছাড়তে হবে। জুলুমের পরিণতি ভালো হবে না।ফজলুমের ফরিয়াদ বৃথা যাবে ইনশাআল্লাহ।