বিশ্বজমিন
এক ভিসায় জিসিসির ৬ দেশ সফর করতে পারবেন পর্যটক
মানবজমিন ডেস্ক
(৬ মাস আগে) ৭ মে ২০২৪, মঙ্গলবার, ৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১১ পূর্বাহ্ন
শেনজেন স্টাইলে শিগগিরই পর্যটকদের ভিসা দেবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা বিষয়ক কাউন্সিল জিসিসি। এই ভিসা নিয়ে একজন পর্যটক ৩০ দিনে জিসিসিভুক্ত ছয়টি দেশ- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান, বাহরাইন ও কাতার সফর করতে পারবেন। এই ভিসার নাম হবে- ‘জিসিসি গ্রান্ড ট্যুরস’। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লা বিন তুক আল মারি সোমবার এরাবিয়ান ট্রাভেল মার্কেটের উদ্বোধন ঘোষণা করে এ তথ্য জানান। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। তিনি বলেছেন, সফরকে যৌক্তিকভাবে সহজ করতে এবং পর্যটনকে সমৃদ্ধ করতে বড় এই উদ্যোগ নেয়া হয়েছে। জিসিসি একীভূত পর্যটন ভিসার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। এই ভিসা নিয়ে একজন পর্যটক ৬টি দেশই সফর করতে পারবেন। তিনি আরও বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি এবং আশা করি কাজ শেষ হয়ে আসবে। এই ভিসা নিয়ে এ অঞ্চলে কমপক্ষে ৩০ দিন অবস্থান করতে পারবেন একজন পর্যটক।