বিশ্বজমিন
দুর্নীতির মামলায় জামিন ইমরান খানের, জেল থেকে মুক্তি মিলছে না
মানবজমিন ডেস্ক
(৫ মাস আগে) ১৫ মে ২০২৪, বুধবার, ৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২১ অপরাহ্ন
১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলায় ইসলামাবাদ হাই কোর্ট জামিন দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। বুধবার ১০ লাখ রুপির বিনিময়ে তাকে এই জামিন দেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও তারিক মেহমুদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ। এ বিষয়ে একদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিল আদালত। তবে রায় ঘোষণা করা হয়েছে বুধবার। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, ইমরানকে জামিন দেয়া হলেও তিনি জেল থেকে বেরুতে পারবেন না। কারণ, সিপার বা কূটনৈতিক চিরকুট বিষয়ক মামলা ও ইদ্দত মামলায় আগে থেকেই তাকে জেল দেয়া হয়েছে। এই দুটি মামলায় তাকে জেলেই থাকতে হচ্ছে। ওদিকে তার বিরুদ্ধে তোশাখানা বিষয়ক দুটি আলাদা মামলায় শাস্তি স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট।