ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

বাংলাদেশে ইউএসএআইডি-এর মিশন পরিচালক

স্থিতিশীল গণতান্ত্রিক দেশে উন্নয়ন সম্ভব, কিন্তু সুশাসনই উন্নয়নকে এগিয়ে নেয়

তারিক চয়ন

(২ সপ্তাহ আগে) ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

প্রত্যেক বাংলাদেশির বক্তব্যের গুরুত্ব রয়েছে৷ এটা ঠিক যে, স্থিতিশীল গণতান্ত্রিক দেশে উন্নয়ন সম্ভব। কিন্তু, সুশাসনই উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়৷ সুশাসন একটি দেশকে অর্থনৈতিক উন্নতির পথে নিয়ে যায়। যে কোনো সমাজে বিভিন্ন ব্যক্তি, দল এবং সুশীল সমাজের মধ্যে সংলাপ হওয়া জরুরি৷ সম্প্রতি খুলনা সফরে আমি দেখেছি কিভাবে সুশীল সমাজ এবং সেখানকার রাজনৈতিক প্রতিনিধিরা একসাথে কাজ করছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর হোটেল লেকশোরে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর সহযোগিতায় বাস্তবায়িত প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পিএআর) কর্মসূচির আওতায় 'দলিত ও ঋষি সম্প্রদায়ের টেকসই উন্নয়ন সুপারিশমালা' শীর্ষক জাতীয় গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে ইউএসএআইডি-এর মিশন পরিচালক রিড এশলিম্যান উক্ত মন্তব্য করেছেন।

অনুষ্ঠানের আরেকজন বিশেষ অতিথি মহিবুর রহমান মানিক এমপি বলেন, “আমরা সরকারি দলের বেসরকারি প্রতিনিধি৷ চাইলেও জোর গলায় কথা বলতে পারি না। একাদশ জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে সংসদ প্রাণবন্ত ছিল।”

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, "যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে আমাদের সাহায্য-সহযোগিতা করে। আবার অনেক ক্ষেত্রে আমাদের মিল হয় না। তাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।"

সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টি নেতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, "১০ হাজারের বছরের সমস্যার সমাধান ১০ দিনে করা যাবে না। দুঃখজনক হলেও এটা সত্য যে, এই আধুনিক যুগে এসেও অনেক মানুষকে অচ্যুত জ্ঞান করা হয়।"

 

সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, "সত্যি বলতে কি দলিত ও ঋষি সম্প্রদায় সম্পর্কে আগে আমি খুব বেশি কিছু জানতাম না। কিন্তু, এটা বুঝি সংবিধানেই আছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না। দলিত ও ঋষি সম্প্রদায়ের মানুষদের অনেকেই প্রতিদিনের স্বাভাবিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এমনও আছে একটি মাত্র পানির উৎস থেকে ১২০০ জন মানুষ পানি আহরণ করে।" প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংসদে বাজেট বৃদ্ধিরও দাবি জানান রুমিন।

সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেত্রী এডভোকেট শামিমা আকতার খানম বলেন, "পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা অনগ্রসর শ্রেণির মানুষের জন্য কেবল ঢাকায় বসে সভা-সেমিনার করলে লাভ হবে না।

বিজ্ঞাপন
সংশ্লিষ্ট অঞ্চলে যেতে হবে, তাদের কথা শুনতে হবে।"

কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, বাংলাদেশের পিএআর কর্মসূচীর চিফ অফ পার্টি কেটি ক্রোক বলেন, "বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।"

অনুষ্ঠানে দলিত ও ঋষি সম্প্রদায়ের মধ্য থেকে 'কাউন্টারপার্ট গ্লোবাল সিভিক চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড' প্রদান করা হয়।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status