ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

একজন ভাল ডাক্তারের পেছনে লটারির অর্থ খরচ করতে চান ১.৩ বিলিয়নের জ্যাকপট বিজয়ী

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ২:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৬ অপরাহ্ন

mzamin

লটারি জেতার পর অনেকেই চান স্বপ্নের বাসা বানাতে, কেউ চান স্বপ্নের ডেস্টিনেশনে যেতে, কেউ আবার চান দামি গাড়ি কিনতে। কিন্তু  ১.৩ বিলিয়নের পাওয়ারবল জ্যাকপট বিজয়ীর ইচ্ছে এদের থেকে অনেকটাই আলাদা। আট বছর ধরে ক্যান্সারে ভুগছেন তিনি, কষ্ট লাঘব করতে  একজন ভাল ডাক্তার খুঁজে চিকিৎসা করাতে চান এই লটারি বিজেতা। ওরেগনের পোর্টল্যান্ডের দুই সন্তানের বাবা চেং ‘চার্লি’ সেফানকে লটারির ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিশাল জ্যাকপট বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছিল। ৪৬ বছর বয়সী সেফান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি আমার পরিবার এবং আমার স্বাস্থ্যের জন্য এই অর্থ ব্যয় করতে চাই। কারণ এই সব টাকা খরচ করার জন্য আমার হাতে বেশি সময় নেই।’ 

সেফান তার বন্ধু লাইজা চাও -এর সাথে লটারির টিকিট কেনেন। লাইজা তাদের জন্য শেয়ার্ড টিকিটের একটি ব্যাচ কিনতে ১০০ ডলার দিয়েছিলেন। টিকিট কেনার পরে চাও সেফানের কাছে টিকিটের একটি ছবি পাঠিয়েছিলেন এবং মজা করে বলেছিলেন, ‘আমরা এখন বিলিয়নেয়ার।’ পরের দিন সত্যিই তাদের বিজয়ী ঘোষণা করা হয়। সেফান নিজের কানকেও বিশ্বাস করতে পারেননি। জয়ী হবার জন্য প্রার্থনার সময় তিনি বারবার বলতেন, ‘আমার কিছু সাহায্য দরকার-আমি আমার পরিবারের জন্য কিছু না করে এভাবে মরতে চাই না।’ লটারি জেতার পর সেফা এবং তার স্ত্রী ডুয়ানপেন অর্ধেক টাকা নিচ্ছেন এবং বাকিটা চাও-এর কাছে যাচ্ছে।

বিজ্ঞাপন
করপ্রদানের পরে তাদের হাতে থাকছে ৪২২ মিলিয়ন ডলার। সেফান, মহাকাশ সংস্থার একজন যন্ত্রবিদ, বলেছেন যে তিনি লাওসে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৭ সালে থাইল্যান্ডে চলে আসেন। এরপর ১৯৯৪ সালে পরিবার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন তিনি।সংবাদ সম্মেলনে নিজেকে আইউ মিয়ান হিসাবে পরিচয় দিয়ে সেফান বলেন, তার শিকড় দক্ষিণ চীনে প্রোথিত, তিনি আদপে দক্ষিণ-পূর্ব এশীয় জাতিগোষ্ঠীর মানুষ। তিনি প্রথম জীবনে কৃষক ছিলেন এবং ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান বাহিনীকে সহায়তা করেছিলেন। সংঘর্ষ এড়াতে সেইসময় হাজার হাজার আইউ মিয়ান পরিবার থাইল্যান্ডে পালিয়ে যায় এবং অবশেষে পোর্টল্যান্ডে একটি বড় এবং সক্রিয় সম্প্রদায়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে বসতি স্থাপন করে।
জ্যাকপট  টিকিটটি এপ্রিলের শুরুতে পোর্টল্যান্ডের একটি প্লেইড প্যান্ট্রি কনভেনিয়েন্স স্টোরে বিক্রি করা হয়েছিল। ১.৩ বিলিয়ন ডলারের পুরস্কারটি ইতিহাসের চতুর্থ বৃহত্তম পাওয়ারবল জ্যাকপট এবং মার্কিন জ্যাকপট গেমগুলির মধ্যে অষ্টম বৃহত্তম। ২০২২ সালে ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বড় মার্কিন লটারি জ্যাকপটটি ছিল ২.৪ বিলিয়ন ডলারের।

সূত্র : news.sky.com

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status