ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

লোকসভা নির্বাচন

গরম উপেক্ষা করেই ভোট পড়লো দ্বিতীয় দফায়

সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

শুক্রবার ভারতের বুকে সম্পন্ন হলো লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দেশের ১৩ রাজ্যের ৮৯ কেন্দ্রে ভোট ছিল। দ্বিতীয় দফায় দেশের ৮৮ আসনে ভোটদানের হার ৫০.৩ শতাংশ। দেশের বেশির ভাগ রাজ্যে যখন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়, এমন পরিস্থিতিতে ভোট দিতে গিয়ে অনেক ভোটারই সমস্যার  মুখে পড়ছেন। কোথাও কোথাও ভোটারদের অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনাও প্রকাশ্যে আসছে। বেঙ্গালুরুর বোম্মাসান্দ্রা কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন এক নারী। ভোট দেয়ার জন্য সকাল ৭টা থেকেই ভোটারদের বিশাল লাইন পড়ে যায়। অনেকক্ষণ ভোটের লাইনে অপেক্ষা করার পর তিনি একটু অসুস্থ বোধ করতে থাকেন। মাথার উপর তখন গনগনে সূর্য্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই নারী তখন  লাইন ছেড়ে বেরিয়ে আসেন।

বিজ্ঞাপন
তারপর ভোট কেন্দ্রেই রাখা পানি খাওয়ার জন্য এগিয়ে যান। তখনই জ্ঞান হারান। এক ভোটার সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন। এই ঘটনায় হুলুস্থুল পড়ে যায়। সকাল বেলাতেই বেঙ্গালুরুর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন বিখ্যাত শিল্পপতি দম্পতি নারায়ণমূর্তি। বেঙ্গালুরুতে স্ত্রী সুধা মূর্তিকে সঙ্গে নিয়ে ভোট দিলেন নারায়ণমূর্তি। ভোট দেয়ার জন্য যুবসমাজকে উৎসাহ দিয়ে তার বার্তা, পাঁচ বছরে একবার মাত্র এই সুযোগ আসে। তাই অবশ্যই নির্বাচনে অংশ নেয়া উচিত। সদ্য রাজ্যসভার সাংসদ হয়েছেন সুধা মূর্তি। তার পরে প্রথমবার লোকসভা ভোটে অংশ নিয়েছেন তিনি। প্রথাগতভাবে বেঙ্গালুরুতে ভোটদানের হার বেশ কম থাকে। কিন্তু চলতি লোকসভা নির্বাচনে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন নারায়ণমূর্তি, রাহুল দ্রাবিড়ের মতো বিখ্যাত ব্যক্তিত্ব।   ভোট গণতন্ত্রের অধিকার। ৭৮ বছরের বৃদ্ধা ফের যেন সেটাই প্রমাণ করলেন। নিউমোনিয়া নিয়ে ভোট দিলেন তিনি। শরীরে সেই ক্ষমতা নেই যে নিজের পায়ে হেঁটে যাবেন। কিন্তু তাতে কুছ পরোয়া নেই। স্ট্রেচারে শুয়েই তিনি ভোটকেন্দ্রে পৌঁছলেন এবং ভোটও দিলেন। লোকসভা ভোটের দ্বিতীয় দফায় এই বৃদ্ধার ভোটদান আগামীদিনে উৎসাহিত করবে সকলকেই। এজন্য জয়নগরের মানিপাল হাসপাতালকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।  মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে এবার কড়া নিরাপত্তায় চলে ভোটগ্রহণ। নিরাপত্তায় যাতে কোনো খামতি না থাকে তার জন্য প্রতিবেশী রাজ্যগুলো থেকেও সেখানে আনা হয় আধাসেনা। এখানেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন মধ্যপ্রদেশের রাজপুরের বাসিন্দা জিয়ালাল পওয়ারস নামে এক জওয়ান। আধাসেনা জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় এক প্রাথমিক স্কুলে। এদিন কোনো ডিউটি দেয়া হয়নি তাকে। রিজার্ভ হিসেবে ছিলেন তিনি। অভিযোগ, শুক্রবার সকাল ৯.৩০ নাগাদ স্কুলের মধ্যেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন জিয়ালাল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেনা ক্যাম্পগুলোর শব্দে স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্ক ছড়ায়।  শুক্রবার পশ্চিমবঙ্গে তিন আসনে ছিল ভোটগ্রহণ। দার্জিলিংয়ে ১,৯৯৯টি বুথে, রায়গঞ্জে ১,৭৩০টি বুথে এবং বালুরঘাটে ১,৫৬৯টি বুথে ভোটগ্রহণ চলে। তীব্র গরমের কারণে সাতসকাল থেকে রাজ্যের বুথে বুথে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট নির্বিঘ্নেই শুরু হয়। একাধিক বুথে আবার পুরুষ ভোটারদের থেকে নারী ভোটারদের সংখ্যা বেশি দেখা গেছে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status