ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

এসএসসি নিয়োগ মামলায় বড় রায় কলকাতা হাইকোর্টের, ২৫৭৫৩ জনের চাকরি বাতিল

সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা প্রতিনিধি

(৩ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৪, সোমবার, ২:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৩ পূর্বাহ্ন

mzamin

সোমবার পূর্বনির্ধারিত সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতা হাইকোর্টে এসএসসি মামলার রায় পড়তে শুরু করেন বিচারপতি দেবাংশু বসাক। এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা গ্রহণযোগ্য বলেই পর্যবেক্ষণ বিচারপতি বসাকের। সেইসঙ্গে এসএসসি-র  ২০১৬-র পুরো প্যানেলই বাতিল করে দিয়ে আদালত জানাল, ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল করা হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়। সব থেকে বড় কথা, টাকা ফেরাতে হবে বেআইনিভাবে চাকরি প্রাপকদের। ১২ শতাংশ সুদ সমেত টাকা ফেরাতে হবে তাদের। আর তা চার সপ্তাহের মধ্যে। অর্থাৎ যারা এত বছর বেতন পেয়েছেন, কিন্তু চাকরি পেয়েছেন বেআইনি পথে, সমস্ত টাকা ফেরাতে হবে তাদের। ৬ সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধার করতে হবে।  এছাড়াও উল্লেখযোগ্য নির্দেশ, এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। 

এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। অতিরিক্ত শূন্য পদ যারা তৈরি করেছিল, তাদের হেফাজতে নিতে পারবে সিবিআই।

বিজ্ঞাপন
সমস্ত ওএমআর শিটের কপি বা উত্তরপত্র আপলোড করার নির্দেশ দিল আদালত। সেই  সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এসএসসিকে। ২০১৬ সালে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। অর্থাৎ প্রায় ৭ বছর ধরে এরা সরকারি চাকরি করেছেন। অভিযোগ মোতাবেক, সেই চাকরি যদি কেউ জমানো টাকা দিয়ে কিনে থাকেন, তারপর তাকে যদি সাত বছরের বেতনের টাকা একসঙ্গে ফেরত দিতে হয় তাহলে বড় চাপের ব্যাপার। ভোটের মধ্যে এই রায় নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা দিল রাজ্যকে। শুধুমাত্র সোমা দাস নামে এক চাকরিপ্রাপকের চাকরি থাকবে বলে জানিয়েছে হাইকোর্ট। কারণ, তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। মানবিক কারণে তার চাকরি বহাল রেখেছে আদালত। কলকাতা হাইকোর্টের এই রায় গোটা রাজ্যে আলোড়ন ফেলে দিয়েছে। আন্দোলনরত চাকরিপ্রার্থীরা যেমন উচ্ছ্বসিত তেমনই ভোটের মধ্যে রাজ্য সরকারকে বিঁধতে বড় অস্ত্র পেয়ে গেছে বিরোধীরা। বিপরীতে আবার এই রায়ের অভিঘাত নিয়ে বড় উদ্বেগে পড়ে গেছে সরকার ও শাসক দল।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status