ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বিএনপি’র আইনজীবী ফোরাম থেকে খোকনকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
২২ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল ফোরামের দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শনিবার ফোরামের পক্ষ থেকে দপ্তর সম্পাদক জিয়াউর রহমানের স্বাক্ষরিত সিনিয়র সহ-সভাপতি পদ থেকে অব্যাহতির চিঠিটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়। এ বিষয়ে জিয়াউর রহমান মানবজমিনকে বলেন,  ফোরামের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে অব্যাহতির চিঠিটি তার (খোকন) ধানমণ্ডির বাসার ঠিকানায় এবং সরাসরি তার  চেম্বারে পৌঁছে দেয়া হয়েছে। এ বিষয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মন্তব্য জানতে চাইলে গতকাল দুপুরে মানবজমিনকে বলেন, আমি এখনো কোনো চিঠি পাইনি। তবে শুনেছি। সোম অথবা মঙ্গলবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাবো।  

এদিকে, সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন আইজীবীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন। বিভিন্ন সিনিয়র আইনজীবীদের চেম্বারেও পাঠিয়েছেন মিষ্টি। এরই মধ্যে সকাল ১১টার দিকে চাউর হয়  আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের অব্যাহতির খবর।

বিজ্ঞাপন
  

চিঠিতে খোকনকে উদ্দেশ্য করে বলা হয়, সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে সদস্য পদে বিজয়ী ঘোষিত ফোরামের তিনজন সদস্য দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকলেও সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে আপনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি একইদিন সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যদের সক্রিয় উপস্থিতিতে এক মতবিনিময় সভার মাধ্যমে বিগত ৭ই জানুয়ারি অবৈধ সরকারের ডামি নির্বাচনে অংশগ্রহণকারী ৩ জন এমপি প্রার্থী ও বিএনএম নেতা, তৃণমূল বিএনপি, দল থেকে বহিষ্কৃত ও দলছুট কতিপয় সদস্যকে দিয়ে দল ও এর দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্পর্কে বিষোদ্গার করিয়েছেন। এ ছাড়া আপনি আপনার বক্তব্যে আইনজীবী ফোরামের শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে অবমাননাকর ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। দলীয় সিদ্ধান্ত মানবেন না বলে ঘোষণা করেছেন। অবৈধভাবে ঘোষিত আওয়ামী লীগ দলীয় তথাকথিত একজন সম্পাদকের হাতে হাত রেখে দায়িত্ব গ্রহণ করেছেন মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে গত ৬ই এপ্রিল বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টামণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি/সম্পাদকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে আপনার এহেন কার্যক্রমকে দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থি হিসেবে গণ্য করেছে। আপনাকে সর্বসম্মতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
 

পাঠকের মতামত

উনি হচ্ছে শাহজাহান উমরের মতো ভদ্র লোক

মোঃ শাহ জালাল
২২ এপ্রিল ২০২৪, সোমবার, ২:১৮ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status