ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

লোকসভা নির্বাচন-২০২৪

প্রথম ধাপে কারো সম্পদ ৭১৬ কোটি, কারো মাত্র ৩২০ টাকা

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

ভারতে ২০২৪-এর লোকসভা ভোটের প্রথম ধাপে সবচেয়ে ধনী এবং দরিদ্রতম প্রার্থীর মধ্যে সম্পদের ফারাক বিস্তর। যেটি অর্থের বৈষম্যকে আরও প্রকট করে তোলে। ঘোষিত তথ্য অনুসারে, সবচেয়ে ধনী প্রার্থীর সম্পদ রয়েছে ৭১৬ কোটি টাকার, পরিবর্তে দরিদ্রতম প্রার্থীর সম্পদের  মূল্য মাত্র ৩২০ টাকা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস দৌড়ে থাকা ১৬২৫ প্রার্থীর মধ্যে ১৬১৮ জনের তথ্য বিশ্লেষণ করেছে এবং তাদের মধ্যে ১০ জন তাদের সম্পদ শূন্য বলে ঘোষণা করেছে। বিশ্লেষণে দেখা গেছে, ৪৫০ জন প্রার্থী, প্রায় ২৮%, কোটিপতি এবং তাদের সম্পদ ১ কোটির বেশি। সবচেয়ে ধনী প্রার্থী হলেন কংগ্রেসের নকুল নাথ, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারার বর্তমান সাংসদ, যিনি ৭১৬ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে তার দলের হয়ে একমাত্র আসন জিতেছিলেন। কংগ্রেস নেতার পরে রয়েছেন AIADMK-এর অশোক কুমার, যিনি ৬৬২ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছেন। অশোক কুমার তামিলনাড়ুর ইরোড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির দেবনাথন যাদব যার সম্পত্তি ৩০৪কোটি। যাদব তামিলনাড়ুর শিবগাঙ্গা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে কংগ্রেসের কার্তি চিদাম্বরম বর্তমান সংসদ। কার্তি চিদাম্বরম তালিকার দশম স্থানে রয়েছেন, যার মোট সম্পদমূল্য ৯৬ কোটি। বিজেপির মালা রাজ্য লক্ষ্মী শাহ, যিনি উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়াল থেকে প্রার্থী হয়েছেন, তিনি ২০৬ কোটি টাকার সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন, তারপরে বিএসপি'র মজিদ আলি, যিনি উত্তর প্রদেশের সাহারানপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার ১৫৯ কোটি টাকার সম্পদ ঘোষণা করা হয়েছে। মুদ্রার  অন্য প্রান্তে, শূন্য ঘোষিত সম্পদ সহ ১০জন প্রার্থী ছাড়াও, তামিলনাড়ুর থুথুকুডি থেকে একজন স্বতন্ত্র প্রার্থী পনরাজ কে লড়ছেন যিনি বলেছেন তার সম্পদ মূল্য ৩২০ টাকা। পনরাজের থেকে সামান্য ধনী হলেন কার্তিক গেন্ডলাজি ডোকে এবং সুরিয়ামুথু, যথাক্রমে মহারাষ্ট্রের রামটেক নির্বাচনী এলাকা এবং তামিলনাড়ুর চেন্নাই উত্তর কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী, যাদের সম্পদ ৫০০ টাকা।

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status