অনলাইন
ভারতের বিদেশ সচিবের ঢাকা সফর স্থগিত
কূটনৈতিক রিপোর্টার
(৭ মাস আগে) ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৯ অপরাহ্ন
ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার পূর্বনির্ধারিত ঢাকা সফর স্থগিত হয়ে গেছে। দিল্লির তরফেই এটা স্থগিত করা হয়েছে। একদিনের সফরে আগামী শনিবার সকালে তার বাংলাদেশে আসার কথা ছিল। ওইদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেবেন, এমন ধারণা পেয়েছিলো ঢাকা। বৃহস্পতিবার বিকালে ঢাকায় বার্তা আসে যে, ভারতের পররাষ্ট্রসচিব ওই দিন আসতে পারছেন না, সফরটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে উভয়ের সুবিধাজনক সময়ে সফরটি হবে বলে সন্ধ্যায় মানবজমিনকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। স্মরণ করা যায়, আগামী জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর এবং জুলাইতে বেইজিং যাওয়ার আলোচনা রয়েছে। সূত্র বলছে, সরকার প্রধানের দিল্লি সফরটি জুনে না হওয়ার সম্ভাবনাই বেশি। এটি জুলাইয়ের প্রথমার্ধে হওয়ার নতুন আলোচনা শুরু হয়েছে। তবে এটা নিশ্চিত যে প্রধানমন্ত্রী আগে দিল্লি সফর করবেন, পরে বেইজিং।
মন্ত্রী বাদ দিয়ে সরকারী চাকরদের কেন রাষ্ট্রীয় ভ্রমনে আনাগোনা।