অনলাইন
তেলের দাম বাড়িয়ে পূর্বের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন
ভোজ্যতেলের স্থানীয় উৎপাদনে ও আমদানি পর্যায়ের ভ্যাট ছাড়ের মেয়াদ ১৫ই এপ্রিল শেষ হলেও তেলের দাম বাড়িয়ে পূর্বের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ এ তিনি এ কথা জানিয়েছেন। আমদানি পর্যায়ের ভ্যাট ৫ শতাংশ কমানোর মেয়াদ গত ১৫ই এপ্রিল শেষ হয়। এতে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন মিল মালিকেরা । সেক্ষেত্রে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে এমন প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তেলে ৫ শতাংশ ডিউটি কমিয়েছিলাম, এতে ভোক্তা পর্যায়ে ১০ টাকা কমেছিল তেলের দাম। সেই ভ্যাট ছাড়ের এ মেয়াদ নির্ধারণ করা হয় ১৫ই এপ্রিল পর্যন্ত। আমাদের ট্যারিফ কমিশন এটা নিয়ে কাজ করছে। দেখা হচ্ছে মিলাররা কী দামে তেলের কাঁচামাল আনছেন তার দাম কেমন পড়ছে ইত্যাদি বিষয়ে। তবে তেলের দাম পূর্বের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই এটা বলতে পারি। ডিআরইউ সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। উপস্থিত ছিলেন ডিআরইউ নির্বাহী কমিটির সদস্যসহ গণমাধ্যম কর্মীরা।
1964 এ আমি এইট এ পড়তাম । আট জনের পরিবারের এক সের তেল যথেষ্ট ছিল । তখন হার্টের রোগ ছিল না । এখন মানুষ পানির মত তেল খায়, হার্টের অপারেশন লাগে । অথচ তেলের ব্যবহার কমায় না । তেলের ব্যবহার কমালে চাহিদা কমতে দাম ও কমত। বয়কট করতে বলছি না, হ্রাস করুন, সুস্থ থাকুন ।