খেলা
কোথায় ঈদ করছেন সাকিব?
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৮ অপরাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষে ঢাকা প্রিমিয়ার লীগে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে হটাত করেই ওমরাহ করতে সৌদি আরব পাড়ি জমান তিনি। সেখান থেকে সোজা নিউইয়র্ক চলে যান সাকিব। স্ত্রী ও সন্তানদের সঙ্গে এবারের ঈদ করছেন তিনি।
তবে নিউইয়র্কেও ঈদের নামাজ পড়তে বিড়ম্বনায় পড়েন সাকিব। একের পর এক ভক্তরা ছবি তুলে চান সাকিবের সঙ্গে। এক পর্যায়ে দ্রুত নামাজ শেষ করে ইদগাহ ছাড়তে বাধ্য হন এই অলরাউন্ডার।
আগামী মাসের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ছুটি কাটিয়ে টাইগারদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা সাকিবের।