খেলা
দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো
স্পোর্টস ডেস্ক
(৯ মাস আগে) ১০ এপ্রিল ২০২৪, বুধবার, ৪:২৫ অপরাহ্ন
সৌদি সুপার কাপে আল হেলালের বিপক্ষ সেমিফাইনালে লাল কার্ড দেখেন আল নাসর অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ঘটনায় এই পর্তুগিজ সুপারস্টারকে দুই ম্যাচে নিষিদ্ধ করার পাশাপাশি ২০ হাজার রিয়াল জরিমানা করেছে সৌদি ফুটবল ফেডারেশন।
সেদিন মেজাজ হারিয়ে প্রতিপক্ষকে ফুটবলারকে কনুই দিয়ে আঘাত করেন রোনালদো। এরপর রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। সিদ্ধান্ত মানতে না পেরে মুষ্টি পাকিয়ে ঘুষি মারার ভঙ্গিতে রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন আল নাসর তারকা। এরপর রেফারিকে কটাক্ষ করে আর্মব্যান্ড খুলে বেরিয়ে যান মাঠ থেকে।
সৌদি গণমাধ্যমের বরাত দিয়ে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, রোনালদোর বিরুদ্ধে অশোভনমূলক আচরণে অভিযোগ এনে ম্যাচ রিপোর্ট জমা দেন রেফারি। সেই অভিযোগের ভিত্তিতে রোনালদোর এই শাস্তি ঘোষণা করা হয়।