ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

মত-মতান্তর

নকল ও ভেজাল ওষুধে সয়লাব বাজার, বাঁচার উপায় কী?

ডা. মহিউদ্দিন মাসুম

(১০ মাস আগে) ৮ এপ্রিল ২০২৪, সোমবার, ৯:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫১ পূর্বাহ্ন

mzamin

প্রায় প্রতিদিন ভেজাল ও নকল ওষুধের প্রাণহানির ঘটনা শুনে আসছি। এর থেকে বাঁচার উপায় কী? এর একটা সমাধান হতে পারে অবিলম্বে ওষুধ কোম্পানীগুলোকে সারা দেশে নিজস্ব শোরুম ব্যবস্থা চালু করা। যাতে মানুষ সরাসরি কোম্পানী থেকে প্রয়োজনীয় মানসম্পন্ন ওষুধ কিনতে পারে  এবং এর ফলে দেশে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সারাদেশের ফার্মেসীগুলোকে ড্রাগ অধিদপ্তরে নিবন্ধিত করে তাদেরকে সরাসরি ওষুধ কোম্পানী থেকে নির্ধারিত মুল্যে ওষুধ কিনে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাধ্যতামুলকভাবে বিক্রির ব্যবস্থা করতে হবে, সরাসরি ওষুধ কোম্পানী ছাড়া ওষুধের পাইকারী বাজার থেকে কিনে কোন ফার্মেসী যাতে তা বিক্রি করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে সাধারণ মানুষ নিরাপদ ও আস্থার সঙ্গে ওষুধ কিনতে পারবেন। নকল এবং ভেজাল ওষুধের বাজার বন্ধ না করতে পারে ওষুধ ও চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দিনে দিনে কমে আসবে। এতে বড় ঝুঁকিতে পড়তে পারে স্বাস্থ্য খাত।

 

পাঠকের মতামত

দেশ ত্যাগেই নিজে বাচার সমাধান

আশরাফুল আলম
২৯ মে ২০২৪, বুধবার, ১১:০৫ পূর্বাহ্ন

ঐ সব কারখানা বন্ধ করে দেয়া সহজতর ! বাজারে হামলা করে লাভ হয়নি, হবেও না !!

আলী আকবর
১২ মে ২০২৪, রবিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

সাধারন জনগন হিসেবে আমাদের করার কিছুই নাই। যাদের কাজ এই গুলা দেখার তারাই টাকা খেয়ে সুযোগ করে দিচ্ছে অবৈধ বিজনেস করার। সাধারন মানুষ তাইলে কাকে বিচার দিবে? শেষ বিচারের দিনই এখন ভরশা আমাদের। সেই দিনের অপেক্ষায় থাকলাম।

আসিক
১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ১১:৪৫ পূর্বাহ্ন

মত-মতান্তর থেকে আরও পড়ুন

মত-মতান্তর সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status