ভারত
নূপুর শর্মার ঘটনায় ডিজিটাল মিডিয়াকে একহাত নিলেন বিচারপতি, অযোধ্যায় ফের শিরশ্ছেদ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৪ জুলাই ২০২২, সোমবার, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২৩ অপরাহ্ন

নূপুর শর্মার ঘটনায় ডিজিটাল মিডিয়াকে একহাত নিলেন বিজেপি মুখপাত্রকে ক্ষমা চাইতে বলা অন্যতম বিচারক জে বি পড়দিওয়ালা। তিনি বলেন, ডিজিটাল আর সোশ্যাল মিডিয়া অর্ধসত্য প্রকাশ করে দেশে অশান্তি ছড়াচ্ছে। তিনি একটি অনলাইন অনুষ্ঠানে এসে অভিযোগ করেন, নূপুর শর্মাকে যেদিন তিনি ক্ষমা চাওয়ার পর্যবেক্ষণটি দেন, তারপর থেকেই সোশ্যাল মিডিয়া মারফত তাঁর মুণ্ডুপাত করা হচ্ছে। বিচারপতি পড়দিওয়ালা বলেন, হিংসা ছড়ানোর পেছনেও এই সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়ার না আছে দায়, না দায়িত্ব। তাই, যা কিছু বলেও এরা পার পেয়ে যাচ্ছে। এদিকে আরেকটি শিরোচ্ছেদের ঘটনা প্রকাশ্যে এসেছে। সোমবার সকালে অযোধ্যার কাছে ভুয়াপুর গ্রামে একটি হনুমান মন্দিরের চত্বর থেকে এক যুবকের মস্তকহীন দেহ উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে নূপুর শর্মার ঘটনার কোনও যোগাসাজশ আছে কিনা পুলিশ তাই নিয়ে তদন্ত শুরু করেছে । জানা গেছে, ওই যুবক প্রায়ই হনুমান মন্দির চত্বরে ঘুমাতে আসতেন। যুবকটি তাঁর মামার বাড়িতে থাকতেন তাও জানতে পেরেছে পুলিশ। উদয়পুরে দর্জি কানহাইয়ালাল -এর মুণ্ডুপাতের ঘটনার পর পুলিশ আবার এই ঘটনায় বেশ বিচলিত।