অনলাইন
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
আরও বাড়বে গরম
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৯ অপরাহ্ন

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা, খুলনাসহ বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহ বিস্তার করতে পারে। সেইসঙ্গে চলমান মৃদু এবং মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং আরও বিস্তার লাভ করবে। একইসঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম পরিবেশে অস্বস্তি আরও বৃদ্ধি পেতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সই করা বার্তায় বলা হয়েছে, নীলফামারী ও দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও বিস্তার লাভ করতে পারে। আবার পরিবেশে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বৃদ্ধি পাবে।