অনলাইন
বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ভারত-নেপাল চুক্তি আবশ্যক: নসরুল হামিদ
তারিক চয়ন
(১০ মাস আগে) ৩০ মার্চ ২০২৪, শনিবার, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর জন্য বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিপক্ষীয় চুক্তি আবশ্যক। এ নিয়ে আলোচনা চলমান রয়েছে৷ ভারত ও নেপালের কাছে বাংলাদেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব পাঠিয়েছে।
শনিবার (৩০ মার্চ) ঢাকাস্থ নেপাল দূতাবাস আয়োজিত ‘প্রি-ইভেন্ট সেমিনার অন দ্য থার্ড নেপাল ইনভেস্টমেন্ট সামিট-২০২৪’ এ তিনি এ মন্তব্য করেন।
নসরুল হামিদ বলেন, বাংলাদেশই প্রথম ভারত থেকে বিদ্যুৎ আমদানি করেছিল। আর, এখন ভারত থেকে প্রায় ২৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। তিনি জানান, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া চূড়ান্ত। ভারতীয় গ্রীড ব্যবহার করে দেশের ভেড়ামারার এইচবিসি সাব-স্টেশনের অব্যবহৃত সক্ষমতার মাধ্যমে এ বিদ্যুৎ আসবে। তবে, নেপাল ও বাংলাদেশের মধ্যে সরাসরি সঞ্চালন লাইন তৈরি করা গেলে বিদ্যুৎ আমদানির সঙ্গে সঙ্গে রপ্তানিও করা যাবে।
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা নেপালের অগ্রাধিকারের তালিকায় রয়েছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, বিশেষ করে বিদ্যুৎ খাতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথমবারের মতো এই দুটি দেশ পরিবেশবান্ধব জলবিদ্যুৎ বাণিজ্যে অনেক দূর এগিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেপালের বিনিয়োগ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুশীল ভট্ট।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সদস্য কাজী নাবিল আহমেদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।
পাঠকের মতামত
No students politics in Bangladesh for next 15 years.