ঢাকা, ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বাজবলের ‘পরিমার্জন’ চান ইংলিশ ওপেনার

স্পোর্টস ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১:২৪ অপরাহ্ন

mzamin

বাজবলেই ভরসা ইংলিশদের- ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে একেকটি হারের পর বারবার এই বুলি আওড়েছেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস। তবে সাফল্যের দেখা মেলেনি। ৫ ম্যাচ সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর অবশ্য কিছুটা টনক নড়েছে ইংলিশদের। ভারতে ভরাডুবির পর ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি বললেন, ‘বাজবলে কিছুটা পরিমার্জন দরকার’। 

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম কোচ হওয়ার পর থেকেই ‘বাজবল’ ক্রিকেট অনুসরণ করছে ইংল্যান্ড। টেস্টে মারমুখী এই ক্রিকেটের নামকরণ করা হয়েছে ম্যাককালামের ডাকনাম বাজ-এর সঙ্গে মিলিয়ে। শুরুতে বাজবলে সাফল্য পেলেও ভারত টেস্টে ভরাডুবি হয় ইংল্যান্ডের। প্রথম টেস্টে দারুণ জয়ে শুভ সূচনা করলেও এরপরই খেই হারায় ইংলিশরা। এরপর টানা চার হারে বিধ্বস্ত হওয়া ইংল্যান্ড একটি ম্যাচে হেরেছে ৪৩৪ রানে। ইনিংস ব্যবধানে পরাজয়ও আছে। ইংলিশ ওপেনার জ্যাক ক্রলির ভাষ্য, বাজবলে আস্থা হারাননি তারা, তবে এই প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনার পরামর্শ তার।

বিজ্ঞাপন
২৬ বছর বয়সী এই ব্যাটারের মতে, সময় বুঝে মারমুখী হওয়া প্রয়োজন। ক্রলি বলেন, ‘কিছুটা পরিমার্জন দরকার। চাপ হজম করে তা প্রতিপক্ষের ওপর ফিরিয়ে দেয়ার কথা আমরা সবসময়ই বলে আসছি। গত দুই বছরে এই কাজটি আমরা খুব ভালোভাবে করে আসছিলাম। সেটার জন্য (ম্যাচের) সঠিক সময়টা বুঝতে পারা নিয়ে আলোচনা করেছি। নিশ্চিতভাবেই এটাকে পরিমার্জিত করতে পারি আমরা।’ 

পরিমার্জনের স্বরূপ ব্যাখ্যা করে ক্রলি বলেন, ‘এর মানে এই নয় যে, আমরা আরো নেতিবাচক হয়ে উঠব। বরং যেভাবে খেলে আসছি এবং দ্রুত রান করেছি, তা করে যাব আমরা। তবে সেই সময়টা ঠিকঠাক বাছাই করতে হবে আমাদের, যখন আমরা খেলার চূড়ায় থাকি। নিশ্চিত করতে হবে যেন আমরা ইতিবাচক থাকি এবং গত দুই বছরে যা খুব ভালোভাবে করে আসছি, সেই চর্চা বাদ দেয়া যাবে না।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status