ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

মোরসালিনের ফেরার ম্যাচে জয় কিংসের

স্পোর্টস রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৪, রবিবার
mzamin

বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফিরতি পর্বেও বসুন্ধরা কিংসকে আটকানো যাচ্ছে না। শনিবার টানা তিন জয় তুলে নিয়েছে অস্কার ব্রুজনের দল। কিংস অ্যারেনায় রাকিব-জিকোরা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়েছে ২-০ গোলে। জোড়া গোল করে জয়ের নায়ক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডোরিয়েল্টন গোমেজ। এই জয়ে মোহামেডানের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা অর্জনের পথে আরও এগিয়ে গেল কিংস। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। আর দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সংগ্রহ ২৭ পয়েন্ট। বাকি পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই চ্যাম্পিয়ন হবে অস্কার ব্রুজোনের দল। হলুদ কার্ডের কারণে এদিন কিংসের মধ্যমাঠে ছিলেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। তার জায়গায় খেলেন চার মাস পর চোট কাটিয়ে ফেরা শেখ মোরসালিন।

বিজ্ঞাপন
শুরু থেকেই মাঠে ছিলেন এই তরুণ। গোল কিংবা অ্যাসিস্ট না পেলেও স্বাভাবিক ছন্দেই দেখা গেছে তাকে। ফেডারেশন কাপে পুলিশের কাছে হারা শেখ জামাল এদিনও বেশ অগোছালো ছিল। মাত্র দুইজন বিদেশি নিয়ে খেলতে নামে দলটি। যদিও ম্যাচের প্রথম ভালো সুযোগ পায় জামালই। ১৫ মিনিটে মাঝ মাঠ থেকে আতিকুর রহমানের থ্রু পাস কিংসের বক্সের সামনে পান সেনেগালের ফরোয়ার্ড আবু তোরে। কিন্তু তার গায়ের সঙ্গে সেঁটে ছিলেন তপু বর্মণ, তাতে শট নেওয়ার সুযোগ না পেয়ে বলের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান, এগিয়ে এসে বল গ্লাভসে নেন আনিসুর রহমান। মাটিতে পড়ে যাওয়ায় পেনাল্টির আবেদন জানিয়ে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন তোরে। দুই মিনিট পরেই দারুণ আক্রমণ থেকে গোল পেয়ে যায় কিংস। রবসন রবিনহোর বাঁকানো ক্রস বক্সে শাকিল হোসেন পা চালিয়েও নাগাল পাননি, দূরের পোস্টে থাকা ডোরিয়েল্টন লাফিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন। আক্রমণে চাপ অব্যাহত রেখে বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়িয়ে নেয় কিংস। যোগ করা সময়ে আবারও ডোরিয়েল্টন ঝলক। রবিনহোর কর্নারে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি লীগে এটি তার ১১তম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত কিংস। কিন্তু ৫২ মিনিটে রাকিব হোসেনের জোরালো শট পোস্ট কাঁপায়। শেষ দিকে রবিনহো গোলকিপারকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। তাতে আর ব্যবধান বাড়েনি কিংসের। শেখ জামালও পারেনি ম্যাচে সমতায় ফিরতে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status