ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই পিছিয়েছে সুপার লীগ

স্পোর্টস রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৪, রবিবার
mzamin

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে সুপার লীগের প্রথম দুই রাউন্ড হয়েছে ২ দিন বিরতি দিয়ে। প্রথম রাউন্ড হয়েছে গত ২২শে এপ্রিল। ২৩ ও ২৪শে এপ্রিল ছিল বিরতি। এরপর ২৫শে এপ্রিল হয়েছে দ্বিতীয় রাউন্ড। পুরনো সূচি অনুযায়ী তৃতীয় রাউন্ড হওয়ার কথা ছিল আজ। কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ দিতেই তৃতীয় রাউন্ড দুইদিন পিছিয়ে মাঠে গড়াবে ৩০শে এপ্রিল। আবাহনীর ১০ জন ক্রিকেটার চট্টগ্রামে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে আছেন। শান্ত, শরিফুল, তাসকিন, সাইফুদ্দিন, লিটন, জাকের আলী, তাওহীদ হৃদয়, তানভীর, তানজীম সাকিব, আফিফ হোসেনদের ছাড়া আবাহনীর একাদশ গড়াই কঠিন। প্রাইম ব্যাংকেরও ৩ ক্রিকেটার শেখ মেহেদি হাসান, পারভেজ হোসেন ইমন আর হাসান মাহমুদ, শাইনপুকুরের দুজন তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন এবং মোহামেডানের মাহমুদউল্লাহ রিয়াদও ১৭ জনের  প্রাথমিক দলে ডাক পেয়েছেন। এদের ছাড়া দলগুলো খেলতে চাইছে না জানিয়ে সিসিডিএমের কো-অর্ডিনেটর আলী হোসেন বলেন, ‘২৬শে এপ্রিল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে।

বিজ্ঞাপন
যা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। ক্লাব গুলোর আবেদনের প্রেক্ষিতে আমরা (সিসিডিএম) সেই প্রস্তুতি ক্যাম্প শেষে একদিন বিরতি দিয়ে ৩০শে এপ্রিল সুপার লীগের ম্যাচ চালানোর সিদ্ধান্ত নিয়েছি।  যাতে করে ১৪ জনের দল চূড়ান্ত হওয়ার পর যারা বাইরে থাকবেন, তারা নিজ দলের হয়ে সুপার লীগ খেলতে পারেন।’ ৩০শে এপ্রিল যথারীতি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড খেলবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে। ম্যাচটি হবে বিকেএসপি ৪ নম্বর মাঠে। অপর দুটি ম্যাচের একটি হবে বিকেএসপি ৩ নম্বর মাঠে। অন্যটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মোকাবিলা করবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের। আর প্রাইম ব্যাংক লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স মুখোমুখি হবে ফতুল্লায়। এদিন শেখ জামালকে হারাতে পারলেই শিরোপা উৎসব করবে আবাহনী। হারলে অপেক্ষায় থাকতে হবে তাদের। সূচি অনুযায়ী, চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে আগামী ৩রা মে। এদিনও হবে যথারীতি ৩টি ম্যাচ। একটি ম্যাচে আবাহনীর বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। অপর দুই ম্যাচের একটি বিকেএসপির ৩ নম্বর মাঠে। এই ম্যাঠে শাইনপুকুর মোকাবিলা করবে প্রাইম ব্যাংকের। অন্য ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। পঞ্চম রাউন্ডে আবাহনী ও শাইনপুকুরের মধ্যকার ম্যাচটি হবে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।  বাকি দুই ম্যাচের একটিতে বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ। আর তৃতীয় ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামালের মুখোমুুখি হবে প্রাইম ব্যাংক। আসরে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী। সমান সংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান।  

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status