ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

ব্যালন ডি’অর নয়, চ্যাম্পিয়নস লীগের ফাইনালে মনোযোগ ভিনিসিয়ুসের

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৪, শুক্রবার
mzamin

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে দুই লেগেই ম্যাচসেরা হন এই ব্রাজিলিয়ান। এমন পারফর্মেন্সে এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তাকেই এগিয়ে রাখছেন রিভালদোর মতো গ্রেটরা। যদিও ব্যালন ডি’অর নয়, রিয়ালকে চ্যাম্পিয়নস লীগ জেতানোতেই মনোযোগ দিতে চান ভিনিসিয়ুস। বুধবার আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখে  সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে রিয়াল। শেষ দিকে তিন মিনিটের মধ্যে জোড়া গোল করেন হোসেলু। তবে ম্যাচজুড়ে দুর্দান্ত খেলেন ভিনিসিয়ুস। তার কয়েকটি দারুণ শট ফিরিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এবারের আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৫টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫টি। এর আগে গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তার হ্যাটট্রিকে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদ্রিদের দলটি।

বিজ্ঞাপন
চার ম্যাচ হাতে রেখে লা লিগায় শিরোপা নিশ্চিত করে রিয়াল। লীগে রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ ১৩ গোল ভিনিসিয়ুসের। সঙ্গে অ্যাসিস্ট আছে ৬টি। সবমিলিয়ে ব্যালন ডি’অরের দৌড়ে তাকে নিয়ে সবাই আলোচনা করলেও তার মনোযোগ দলীয় সাফল্যে। ভিনিসিয়ুস বলেন, ‘সবাই ব্যালন ডি’র নিয়ে কথা বলছে, তবে আমি খুব শান্ত আছি। এই দলের হয়ে আরেকটি চ্যাম্পিয়নস লীগ জিততে চাই আমি। এই মৌসুমে আমি দারুণ কিছু করতে পারি। তারপর আমাকে (কোপা আমেরিকার জন্য) ব্রাজিল দলে যোগ দিতে হবে। আমি সবসময় প্রথমে দল, তারপর নিজেকে নিয়ে চিন্তা করি।’ আগামী ১লা জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ১৪বারের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status