বিশ্বজমিন
কেজরিওয়ালকে পদ থেকে সরিয়ে দেয়ার আবেদন প্রত্যাখ্যান
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

গ্রেপ্তারের পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে দেয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে দিল্লি হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বে একটি বেঞ্চ এই আবেদন প্রত্যাখ্যান করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। আদালত বলেছে, এই আবেদনের মেরিট নিয়ে তারা মন্তব্য করবেন না। আরও বলেছেন, এ বিষয়ে রায় দেয়া বিচারিক হস্তক্ষেপের বাইরে। আদালত আরও বলেছে, সরকারের অন্য শাখাগুলো আইন অনুযায়ী এ বিষয়ে পরীক্ষা করে দেখতে পারে। কোর্টের ওই বেঞ্চে আরেকজন বিচারক হলেন মানমিট পিএস অরোরা। অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আইনগত বাধা কি? এমন প্রশ্ন রাখেন আদালত। শুনানিকালে আবেদনকারী সুরজিৎ সিং যাদবের আইনজীবিদেরকে বাধা কি তা দেখাতে নির্দেশ দেন আদালত। তারা বলেন, এ বিষয়ে প্রাকটিক্যাল কিছু জটিলতা থাকতে পারে। এটাই তো। আইনগত বাধা কোথায়? জানতে চান আদালত। উল্লেখ্য, আম আদমি পার্টির জাতীয় আহ্বায়কও অরবিন্দ কেজরিওয়াল। তাকে ২১শে মার্চ গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর তাকে ২৮ মার্চ পর্যন্ত নিরাপত্তা হেফাজতে পাঠায় দিল্লির একটি আদালত।