ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

রাশিয়ায় কনসার্ট হলে গুলি, নিহত বেড়ে ১৩৩, আইসিসের দায় স্বীকার

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ২৩ মার্চ ২০২৪, শনিবার, ৫:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন

mzamin

রাশিয়ায় কনসার্ট হলে হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩৩ জন। আহত হয়েছেন শতাধিক। রাষ্ট্রয় বার্তা সংস্থা তাস ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে (এফএসবি) উদ্ধৃত করে এ খবর দিয়েছে। আল জাজিরা বলেছে, হামলার দায় স্বীকার করেছে আইসিস। মস্কোতে অবস্থিত ক্রোকাস সিটি হলে শুক্রবার এ ঘটনা ঘটে। এ হলটিতে কয়েক হাজার মানুষের ধারণ ক্ষমতা আছে। সেখানে আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ আর্টিস্টদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আয়োজন হয়েছিল রকব্যান্ড ‘পিকনিকের’ কনসার্ট। হামলাকারীরা নির্বিচারে মানুষকে গুলি করতে থাকে। ব্যবহার করে বিস্ফোরক।

বিজ্ঞাপন
এর ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আহতদের কয়েকজনকে এরই মধ্যে বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় রাজধানীর উত্তরে ক্রাসনোগোরস্কে ওই ভবনটির ওপর দিয়ে কালো ধোয়া উঠে যাচ্ছে আকাশে। রাশিয়ান মিডিয়ার খবরে বলা হয়েছে, ৫ জনের মধ্যে তিনজন হামলাকারী ছিল বেপরোয়া। তারা দর্শকদের সমাবেশের দিকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বার্তা সংস্থা রিয়া নভোস্তির একজন সাংবাদিক। তিনি বলেছেন, অস্ত্রধারীরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে গুলি করে। নিক্ষেপ করে গ্রেনেড। এতে পুরো হলরুমে আগুন ধরে তা দ্রæত ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, ১৫ থেকে ২০ মিনিট গুলি চলতে থাকে। এ সময় অনেক মানুষ মেঝেতে শুয়ে পড়েন। পরিস্থিতি বুঝে লোকজন হামাগুঁড়ি দিয়ে বেরিয়ে যায়। আকাশে অভিযানে নামে হেলিকপ্টার। সড়কে ও হলটির বাইরে ভরে যায় অ্যাম্বুলেন্সে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status