ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বুমরাহর কাছে এক ওভারেই ৩৫ রান হজম করে লজ্জার রেকর্ডে ব্রড

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২ জুলাই ২০২২, শনিবার, ৪:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০২ অপরাহ্ন

mzamin

মোহাম্মদ শামিকে সাজঘরে পাঠিয়ে আজ ৫৫০তম টেস্ট উইকেটের দেখা পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। কিন্তু মাইলফলক স্পর্শ করার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। বোলার জসপ্রিত বুমরাহ হয়ে উঠলেন বিধ্বংসী ব্যাটার। ব্রডের এক ওভার থেকেই তুললেন ৩৫ রান। এর মধ্যে অবশ্য ৬ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ডে নাম উঠলো ব্রডের।

এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের সবচেয়ে চমকপ্রদ ঘটনা এটি। ৮৪তম ওভারের প্রথম বলেই ব্রডকে চার হাঁকান ভারতীয় অধিনায়ক বুমরাহ। পরের বলে ওয়াইডসহ বাউন্ডারি। তৃতীয় ডেলিভারিটা ওভারস্টেপিংয়ের কারণে ‘নো’ হলো। সেই বলে ছক্কাও হাঁকালেন বুমরাহ।

বিজ্ঞাপন
চতুর্থ ডেলিভারিতে মিড-অন দিয়ে বাউন্ডারি। অর্থাৎ এক বলেই ব্রড দিয়েছেন ১৬ রান! তৃতীয় বলে আবার বাউন্ডারি। এবার ফাইন লেগ দিয়ে বল সীমানাছাড়া করলেন বুমরাহ।

একজন বোলারের হাতে এভাবে মার খেয়ে ব্রড যেন দিশাহারা হয়ে পড়লেন। চতুর্থ বলটা করেন রাউন্ড দ্য উইকেটে। কিন্তু বুমরাহ এবার ডিপ মিড-উইকেট দিয়ে বল পাঠালেন সীমানার বাইরে। ততক্ষণে এজবাস্টনের গ্যালারি উত্তপ্ত হয়ে উঠেছে। সেই উত্তাপে ঘি ঢাললেন বুমরাহ। পঞ্চম বলটা লং লেগ দিয়ে ছক্কা! ৫ বলেই ৩৪ রান। ব্রডের চোখের সামনে বোধ হয় ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের দৃশ্য ভেসে উঠছিল। সেবার আরেক ভারতীয় যুবরাজ সিংয়ের কাছে ৬ বলে ৬টি ছক্কা হজম করেছিলেন ব্রড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্রড ছাড়া ৬ ছক্কা হজম করেছেন কেবল শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়া।

ষষ্ঠ বলে কোনো বাউন্ডারি হয়নি। সিঙ্গেল নেন বুমরাহ। ৩৫ রানে শেষ হয় ব্রডের ওভার। তার আগেই অবশ্য টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রান দেয়ার অপ্রত্যাশিত রেকর্ডে নাম উঠে যায় ইংলিশ পেসারের। ব্রডের আগে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন তিনজন। এদের একজন দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসেন (২০০৩ সালে জোহানেসবার্গে ব্রায়ান লারার বিপক্ষে)। বাকি দু’জন ব্রডের বর্তমান সতীর্থ জিমি অ্যান্ডারসন (২০১৩ সালে পার্থে জর্জ বেইলির বিপক্ষে) ও জো রুট (২০২০ সালে পোর্ট এলিজাবেথে কেশব মহারাজের বিপক্ষে)। 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status