ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

উইম্বলডন

চতুর্থ রাউন্ডে ‘আন্ডারডগ’ রিজথোভেনের মুখোমুখি জকোভিচ

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২ জুলাই ২০২২, শনিবার, ১০:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৪ অপরাহ্ন

mzamin

৩৭৬ সপ্তাহ ধরে শীর্ষস্থান ধরে রেখেছেন নোভাক জকোভিচ। ফর্মের তুঙ্গে থাকা এই টেনিস তারকা যেকোনো টুর্নামেন্টেই শিরোপার দাবিদার। ফরাসি ওপেনেও ফেভারিটের তকমা নিয়ে নেমেছিলেন খেলতে। তবে কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালের কারণে শিরোপা স্বপ্নভঙ্গ হয় জোকারের। এবার ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম জয়ের মিশনে উইম্বলডনে ছুটছেন তিনি। ইতোমধ্যেই রাউন্ড অব সিক্সটিনে পৌঁছে গেছেন নোভাক। শুক্রবার তৃতীয় রাউন্ডের লড়াইয়ে স্বদেশি মিয়োমির কেচমানোভিচকে হারান সার্বিয়ান সুপারস্টার। চতুর্থ রাউন্ডে নেদারল্যান্ডসের অবাছাই টিম ফন রিজথোভেনের মোকাবিলা করবেন জকোভিচ।

এ নিয়ে টানা দুই ম্যাচে স্ট্রেইট সেটের জয় পেলেন জকোভিচ। শেষ ষোলোয় পৌঁছার মিশনে মাত্র একটি সেট হারেন তিনি, প্রথম রাউন্ডে। শুক্রবার তৃতীয় রাউন্ডের খেলায় জকোভিচের পক্ষে ম্যাচের ফল ৬-০, ৬-৩ ও ৬-৪ গেম।

বিজ্ঞাপন
তবে চতুর্থ রাউন্ডে রিজথোভেন হতে পারেন জকোভিচের দুশ্চিন্তার কারণ।  

নামটা অপরিচিত, র‌্যাঙ্কিংয়ের ১০৪ নম্বর টেনিস খেলোয়াড় রিজথোভেনের পরিচয় পেতে গুগল করা ছাড়া উপায় নেই। কিছুদিন আগেও হয়তো আঁচ করতে পারেননি খেলবেন উইম্বলডনে। সেই সেই রিজথোভেনই এখন জকোভিচের বড় বাধা। গত মাসে লিবেমা ওপেনে প্রথম টুর লেভেলে ম্যাচ জয়ের স্বাদ পান তিনি। এক সপ্তাহ পর সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন। সেই পারফরম্যান্সের পর ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে উইম্বলডনে। প্রথম রাউন্ডে ¯্রটেট সেটে হারান আর্জেন্টিনার ফেদেরিকো দেলবনিসকে। দ্বিতীয় রাউন্ডে চার সেটের লড়াইয়ে হারান প্রতিযোগিতার ১৫তম বাছাই রিলি ওপেলকাকে। তৃতীয় রাউন্ডে ২২তম বাছাই নিকোলাজ বাসিলাসভিলিকে হারিয়ে রিজথোভেন এখন জকোভিচের মুখোমুখি। 
অবিশ্বাস্যভাবে এতদূর পৌঁছে নিজের কঠোর পরিশ্রমের কথা গণমাধ্যমকে বললেন রিজথোভেন, ‘বাইরে থেকে এটি রূপকথা মনে হতে পারে। কিন্তু এটি মূলত কঠোর পরিশ্রম, প্রচুর বিশ্বাস, অনুশীলন এবং ইতিবাচক খেলায় সম্ভব হয়েছে।’

জকোভিচের মোকাবিলায় পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই কোর্টে নামবেন রিজথোভেন, ‘টুর্নামেন্ট শুরুর আগেও এখানে খেলাটা আমার জন্য স্বপ্ন ছিল। সেন্টার কোর্টে খেলা দারুণ এবং জাদুকরী আমার জন্য। প্রত্যেক ম্যাচের আগে আমি চিন্তা করি যে, আমি জিততে পারব। জকোভিচের বিপক্ষেও এই বিশ্বাস নিয়ে খেলতে নামব।’

এদিকে মেয়েদের সিঙ্গেলসে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন তিউনিশিয়ান স্টার ওনস জাবের। শুক্রবার ফ্রান্সের দিয়ানে প্যারিকে স্ট্রেইট সেটে হারান তিনি। জাবেরে পক্ষে ম্যাচের ফল ৬-২, ৬-৩ গেম।
এদিকে ইরিনা বেগুকে ৩-৬, ৬-১, ৬-১ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপোঙ্কো। বড় চমক দিয়েছেন ইংল্যান্ডের হিদার ওয়াটসন। স্লোভেনিয়ার কাজা জুভানকে ৭-৬ (৮), ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের রাউন্ড অব সিক্সটিনে পৌঁছলেন তিনি।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status