বাংলারজমিন
বালিয়াকান্দিতে আওয়ামী লীগের কমিটি গঠনে হামলা
মেহেদী হাসান মাসুদ, বালিয়কান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
২ জুলাই ২০২২, শনিবাররাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি গঠনের সময় হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকালে নবাবপুর ইউনিয়নের বড়হিজলী আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ হামলায় ৩ জন আহত হয়েছেন। আহতদের দু’জন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তারা হলেন, বড়হিজলী গ্রামের খালেক মিয়ার ছেলে খোকন ও বেরুলি গ্রামের রহিম মোল্লার ছেলে রইস মোল্লা। আহত অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই হাসপাতাল ত্যাগ করেছেন। হামলার ঘটনায় রাতেই ১৪ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাশারুল আলম বাপ্পু। অভিযোগকারী বাশারুল আলম বাপ্পু বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি গঠন কাজ চলছিল। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যের সময় অতর্কিতভাবে নবাবপুর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সেনাসদস্য বাদশাহ আলমগীরের উস্কানিতে তার অনুসারী ২৫-৩০ জন দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা আমাদের অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুরসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায়।