ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

বালিয়াকান্দিতে আওয়ামী লীগের কমিটি গঠনে হামলা

মেহেদী হাসান মাসুদ, বালিয়কান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
২ জুলাই ২০২২, শনিবার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি গঠনের সময় হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকালে নবাবপুর ইউনিয়নের বড়হিজলী আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ হামলায় ৩ জন আহত হয়েছেন। আহতদের দু’জন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তারা হলেন, বড়হিজলী গ্রামের খালেক মিয়ার ছেলে খোকন ও বেরুলি গ্রামের রহিম মোল্লার ছেলে রইস মোল্লা। আহত অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই হাসপাতাল ত্যাগ করেছেন।  হামলার ঘটনায় রাতেই ১৪ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাশারুল আলম বাপ্পু।  অভিযোগকারী বাশারুল আলম বাপ্পু বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি গঠন কাজ চলছিল। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যের সময় অতর্কিতভাবে নবাবপুর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সেনাসদস্য বাদশাহ আলমগীরের উস্কানিতে তার অনুসারী ২৫-৩০ জন দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা আমাদের অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুরসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, বাদশাহ আলমগীর ২০১৭ ও ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী থাকায় দল তাকে বহিষ্কার করে। বিএনপি কর্মীদের নিয়েই সে হামলা চালিয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আমরা পরবর্তী দলীয় সিদ্ধান্ত গ্রহণ করবো।  নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশাহ আলমগীর বলেন, এই ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত না। আমাকে শুধু শুধু এখানে জড়ানো হচ্ছে। এই ঘটনার সূত্রপাত পূর্ব শত্রুতার জের ধরে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status