খেলা
সাফ কংগ্রেস আজ
চতুর্থ মেয়াদে সাফের দায়িত্ব নিচ্ছেন সালাউদ্দিন
স্পোর্টস রিপোর্টার
২ জুলাই ২০২২, শনিবার
আজ ঢাকায় অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর নির্বাচনী কংগ্রেস। এই কংগ্রেসের মাধ্যমে আবারো সাফের সভাপতি হতে যাচ্ছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে সাফের দায়িত্ব নিতে যাচ্ছেন। শুধু সালাউদ্দিন নন অন্যসব পদে একাধিক প্রার্থী না থাকায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মিন্টো রোডের হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিকাল ৪টায় শুরু হবে এই কংগ্রেস। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘সাফ সচিবালয় কংগ্রেস আয়োজনে প্রস্তুত। ভারত এই কংগ্রেসে অংশগ্রহণ করতে পারছে না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এছাড়া অন্যরা এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। এই কংগ্রেসের মাধ্যমে নতুন একটি কমিটি পেতে যাচ্ছে সাফ। সাফের নির্বাহী কমিটি ৭ সদস্যের। বাংলাদেশ সভাপতি এবং ভারত ও নেপাল সহ-সভাপতি পদে মনোয়ানপত্র জমা দিয়েছে। যদিও ভারত পরবর্তীতে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। দুই সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান থেকে। মালদ্বীপ থেকে কেউ আবেদন করেননি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে পাকিস্তান ছিল ফিফা কর্তৃক নিষিদ্ধ। সাফের গঠনতন্ত্রে একটু পরিবর্তন আনা হয়েছে। চার সদস্যের মধ্যে একজন নারী সদস্য অবশ্যই থাকতে হবে। চারজনের মধ্যে একজন সদস্য থাকবেন যিনি এএফসি’র নির্বাহী কমিটিতে সাফের প্রতিনিধিত্ব করবেন। এ বিষয়ে আনোয়ারুল হক হেলাল বলেন, ‘কোনো দেশ থেকে একাধিক ব্যক্তি সাফের নির্বাহী কমিটিতে থাকতে পারবেন না। সেই নিয়ম মোতাবেক বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের কেউ নারী সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন না। এই পদের জন্য কেউ আবেদন না করায় এ বিষয়ে আজ কংগ্রেসেই সিদ্ধান্ত হবে।’