খেলা
সাফ কংগ্রেস আজ
চতুর্থ মেয়াদে সাফের দায়িত্ব নিচ্ছেন সালাউদ্দিন
স্পোর্টস রিপোর্টার
২ জুলাই ২০২২, শনিবার
আজ ঢাকায় অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর নির্বাচনী কংগ্রেস। এই কংগ্রেসের মাধ্যমে আবারো সাফের সভাপতি হতে যাচ্ছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে সাফের দায়িত্ব নিতে যাচ্ছেন। শুধু সালাউদ্দিন নন অন্যসব পদে একাধিক প্রার্থী না থাকায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মিন্টো রোডের হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিকাল ৪টায় শুরু হবে এই কংগ্রেস। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘সাফ সচিবালয় কংগ্রেস আয়োজনে প্রস্তুত। ভারত এই কংগ্রেসে অংশগ্রহণ করতে পারছে না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এছাড়া অন্যরা এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। এই কংগ্রেসের মাধ্যমে নতুন একটি কমিটি পেতে যাচ্ছে সাফ। সাফের নির্বাহী কমিটি ৭ সদস্যের।