ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

সংলাপের জন্য বিরোধী নেতাকর্মীদের মামলা পর্যালোচনার আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

মানবজমিন ডিজিটাল
৫ মার্চ ২০২৪, মঙ্গলবার
mzamin

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ক বলেছেন, তিনি এই নিয়ে উদ্বিগ্ন যে, বাংলাদেশে হাজার হাজার বিরোধীদলীয়     
নেতাকর্মী এখনো আটক রয়েছেন এবং অক্টোবর মাস থেকে কারা হেফাজতে বেশকিছু মৃত্যুর খবর পাওয়া গেছে। যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানানোর পাশাপাশি রাজনৈতিক সংলাপ এবং সমন্বয় সাধনকে উৎসাহিত করার জন্য তাদের মুক্তির লক্ষ্যে এই সমস্ত মামলা দ্রুত পর্যালোচনারও আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৫তম সেশনে ভলকার টুর্ক এমন মন্তব্য করেছেন। ৪ঠা মার্চ সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, তিনি বলেছেন, ‘মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃত্বকে হয়রানির জন্য বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে আমি লাগাতারই উদ্বিগ্ন। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে কথিত বলপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তকে আমি উৎসাহিত করি।’

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status