খেলা
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ
স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবারসর্বনিম্ন ১০০ টাকা খরচ করে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি মাঠে বসে দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। গতকাল এই ম্যাচের মূল্য তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শুরু হয়েছে বিপিএল প্লে অফের খেলা। দুপুর দেড়টায় এলিমেনেটর ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এলিমিনেটর ম্যাচের বিজয়ী এ প্রথম কোয়ালিফায়ারের বিজিত দল মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে কাল সন্ধ্যা সাড়ে ৬টায়।
এতদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হতো। বুধবার একটি ম্যাচ বলে টিকিটের মূল্য কমিয়েছে বিসিবি। দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য সর্বনিম্ন ১০০ টাকা ধরা হয়েছে টিকিটের দাম। এই দামে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ১৫০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৪০০ টাকা। ৮০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য। অনলাইনে টিকিট কেনা যাচ্ছে গতকাল থেকেই। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিনগুলোতে (টিকিট থাকা সাপেক্ষে) টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত বুথগুলোতে টিকিট পাওয়া যাবে। এছাড়া মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবং স্টেডিয়াম সংলগ্ন নির্ধারিত বুথেও মিলবে টিকিট।