ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

মোদি সরকারের আমলে গ্রামের মাসিক গৃহস্থালি খরচ বেড়েছে ৬ গুণ

মানবজমিন ডিজিটাল

(২ মাস আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

দুদশকের হিসেবে শহরের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গ্রামের খরচের পরিমাণ । ভারতের মোদি সরকারের আমলে এই প্রথম প্রকাশিত হলো গ্রাম ও শহরের মাসিক গৃহস্থালির খরচ সংক্রান্ত তথ্য। দুই দশকের হিসেব বলছে, এই সময়কালে বড়সড় পরিবর্তন হয়েছে গ্রাম ও শহরের মধ্যে মাসিক গার্হস্থ্য খরচের হিসেব। ২০২২-২৩ অর্থবর্ষের নিরিখে যেখানে দেশের শহরে গৃহস্থালির মাসিক খরচের পরিমাণ ৬,৪৫৯ টাকা, সেখানে গ্রামে মান্থলি হাউসহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার তথা এমপিসিই ৩,৭৭৩ টাকা।

গ্রামীণ ও শহুরে ব্যয়ের ব্যবধান ২০১১-১২ সালে ৮৩.৯% থেকে ৭১.২%, ২০০৯-১০সালে ৮৮.২% এবং ২০০৪-০৫ সালে ৯০.৮% এ নেমে এসেছে। পরিসংখ্যান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি তথ্যপত্র দেখায় ১৮ বছরে, গ্রামীণ এলাকায় গড় এমপিসিই  ছয় গুণেরও বেশি বেড়েছে, এমনকি শহরাঞ্চলের তুলনায় বেশি । 

২০০৪-০৫ সালে, গ্রামীণ এলাকায় ব্যয় ছিল ৫৭৯ টাকা  এবং শহরে ১১০৫ টাকা , যা গ্রামীণ এলাকায় ৫৫২% এবং শহরাঞ্চলে ৪৮৪% বৃদ্ধি নির্দেশ করে। গৃহস্থালি খরচ সমীক্ষা (HCES) আগস্ট ২০২২ থেকে জুলাই ২০২৩ এর মধ্যে পরিচালিত হয়েছিল৷ জিডিপি, খুচরা মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের স্তরের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকগুলি মূল্যায়নের ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ। 

প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, দেশের মধ্যে মাসিক গৃহস্থালি খরচ সবচেয়ে বেশি সিকিমে (গ্রামে ৭,৭৩১ টাকা ও শহরে ১২,১০৫ টাকা)। সবচেয়ে কম ছত্তিশগড়ে (গ্রামে ২,৪৬৬ ও শহরে ৪,৪৮৩ টাকা)। 

এদিকে দেখা গেছে, খাদ্যজনিত খরচ গ্রামে ১,৭৫০ টাকা ও শহরে ২,৫৩০ টাকা। অন্যান্য ক্ষেত্রের খরচের হিসেব গ্রামে ২,০২৩ টাকা ও শহরে ৩,৯২৯ টাকা। গৃহস্থালি খরচের সমীক্ষা প্রতি পাঁচ বছরে অনুষ্ঠিত হয়, কিন্তু ২০১৭-১৮ ডেটার গুণমান সংক্রান্ত সমস্যার কারণে তথ্য প্রকাশ করা হয়নি। সর্বশেষ জরিপটি প্রকাশ করা হয়েছিল ২০১১-১২ সালে।

বিজ্ঞাপন
 

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status