খেলা
ফিউচার স্পোর্টিং টিটি ক্লাবে জাপানি কোচ
স্পোর্টস রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবারপ্রথমবারের মতো জাপান থেকে হাইপ্রোফাইল কোচ আনলো ঢাকার কোনো টেবিল টেনিস (টিটি) ক্লাব। ফিউচার স্পোর্টিং ক্লাব নিজেদের খেলোয়াড়দের অনুশীলনের জন্য এনেছে জাপানের জাতীয় নারী দলের সাবেক কোচ ইউতাকা নাকানোকে। ক্লাবটির প্রধান কোচ সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জাভেদ আহমেদ বলেন, ‘আমরা জাপানি কোচ ইউতাকা নাকানোকে এনেছি। উনি একজন বড় মাপের কোচ। এই কোচের অধীনে খেলোয়াড়েরা অনেক উন্নতি করতে পারবে। উনি আমাদের উপদেষ্টা কোচ হয়ে কাজ করবেন।’ ২৫ বছর বয়সী ইউতাকা কোচিংয়ের পাশাপাশি খেলোয়াড়ও। নিজ দেশে র্যাঙ্কিংয়ে সেরা ষোলোতে রয়েছেন। জাপান ছাড়া যুক্তরাষ্ট্রে জুনিয়র চ্যাম্পয়িনশিপে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। ঢাকার ক্লাবটিতে তাকে আপাতত এক মাসের জন্য আনা হয়েছে। আরও দু’মাস রেখে দেওয়ার কথাবার্তাও চলছে। জাপানি কোচের উপস্থিতিতে ফিউচার স্পোর্টিং ক্লাব ২ মার্চ দিনব্যাপী কলাবাগান ল্যাব এইড আইকনিক ভবনে আয়োজন করবে টেবিল টেনিস টুর্নামেন্ট। জানা গেছে, নব্বইয়ের দশকে জাতীয় টেবিল টেনিস দলে জাপানি কোচ এসেছিলেন। এছাড়া ২০১৬ সালে গুয়াহাটি-শিলং এসএ গেমসের আগে উত্তর কোরিয়ান টিটি কোচ কিম সুং হ্যান ও প্রশিক্ষণ সহযোগী কিম সুগানের কাছে সর্বশেষ অনুশীলন করার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। এরপর আর বিদেশি কোচের দেখা মেলেনি টিটিতে।