ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব ১৪৪৬ হিঃ

খেলা

‘আর সন্দেহ নেই ইতিহাসের সেরা ফুটবলার মেসিই’

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার

ক্লাব ফুটবলে নৈপুণ্য ছড়িয়ে বিশ্বজোড়া খ্যাতি পান লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে পান বিশ্বসেরার খেতাব। তবে আন্তর্জাতিক অঙ্গনে অর্জনশূন্য ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। এতে মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সংশয় প্রকাশ করতো রাইভালরা। তবে গত দুই বছরে হেটারদের মুখ বন্ধ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। কোপা আমেরিকা, ফিনালিসিমার পর জিতেছেন আরাধ্য বিশ্বকাপ। বিশ্বজয়ে মেসি যে ইতিহাসের সেরা, সেই সংশয় দূর হয়েছে বলে মন্তব্য করলেন জেরার্ড পিকে। ২০০৯ সালে মাত্র ২১ বছর বয়সে প্রথম ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি। সর্বোচ্চ আটবারের বর্ষসেরার আন্তর্জাতিক অর্জনের খাতাটা শূন্য ছিল ২০২১ সালের আগেও। এরপর ব্রাজিলকে হারিয়ে প্রথম শিরোপা হিসেবে কোপা জেতেন এলএমটেন। পরের বছর ইতালিকে হারিয়ে ফিনালিসিমা এবং ফ্রান্সকে হারিয়ে জেতেন বিশ্বকাপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসির সাবেক সতীর্থ পিকে বলেন, ‘ফুটবলপ্রেমীরা সকলেই মেসির হাতে একটি বিশ্বকাপ দেখতে চাইতেন। বিশেষ করে তাদের মুখ বন্ধ করতে, যারা মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলতো। আমার মনে হয় না, আর কোনো সন্দেহ আছে। ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলার সে। মেসি বার্সেলোনাকে উঁচু স্তরে নিয়ে গেছে।’ মেসির ইন্টার মায়ামিতে যোগ দেয়া প্রসঙ্গেও কথা বলেন বার্সেলোনার সাবেক স্প্যানিশ ডিফেন্ডার পিকে। তিনি বলেন, ‘আমি লিওকে আনন্দিত দেখতে পাচ্ছি। নিজের স্বপ্নপূরণ করে সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। বিশ্বকাপ জেতার কারণেই সে আজ এত খুশি। তাছাড়া (মেসির কারণে) ইন্টার মায়ামিও উন্নতি করছে। মেসিকে ব্যবহার করে এমএলএস শক্তিশালী হচ্ছে।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status