খেলা
মেসিদের চীন সফর বাতিল, বদলে গেলো প্রতিপক্ষও
স্পোর্টস ডেস্ক
(৯ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
চোটের কারণে হংকংয়ে প্রীতি ম্যাচ খেলেননি লিওনেল মেসি। এতে ক্ষুব্ধ হয়ে আর্জেন্টিনা জাতীয় দলের সফর বাতিল করে দেয় চীন। এবার পাল্টে গেলো পূর্ব ঘোষিত দুই প্রতিপক্ষের একটি। কোপা আমেরিকার আগে মার্চে যুক্তরাষ্ট্রে শেষ আন্তর্জাতিক বিরতিতে এল সালভাদর ও নাইজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এর আগে চীনে আইভরি কোস্ট এবং নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কিন্তু বিপত্তি দেখা দেয় চলতি মাসের শুরুতে মেসির ক্লাব ইন্টার মায়ামির চীন সফর নিয়ে। চোটের কারণে হংকং একাদশের বিপক্ষে মায়ামির ম্যাচটি খেলতে পারেননি মেসি। এর তিনদিন পর আবার জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে খেলেন আর্জেন্টিনা অধিনায়ক। এতে ক্ষুব্ধ হয়ে আর্জেন্টিনার সফর বাতিল করে চীন।
গতকাল নতুন ভেন্যু ও পরিবর্তিত প্রতিপক্ষের কথা জানায় আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি বহাল থাকলেও, আইভরি কোস্ট নয়; প্রীতি ম্যাচে মেসিদের নতুন প্রতিপক্ষ এল সালভাদর। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিবৃতিতে বলা হয়, ‘সামনের ফিফা উইন্ডোতে ২৩ ও ২৬শে মার্চ দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের বিপক্ষে ম্যাচটি হবে ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে। তিনদিন পর নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলোসিয়ামে।’
চীনের হাংঝুতে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। আর বেইজিংয়ে আইভরি কোস্টের মুখোমুখি হওয়ার কথা ছিল মেসিদের।